চলকে পড়বে রোদ্দুর... কাচের মতো চকচক করবে ত্বক! শুধু অ্যালোভেরায় মিশিয়ে নিন এই একটি জিনিস, দেখুন ম্যাজিক

Last Updated:
Aloevera Jel Skin Care: অ্যালোভেরার জাদুতে যেমন আপনার ত্বক, চুল, মুখশ্রী হবে সুন্দর তেমন ত্বকের উপরে হওয়া নানান সমস্যাকে দূর করতে পারবেন এর সাহায্যে।
1/6
অ্যালোভেরার গুণের শেষ নেই। অত্যন্ত উপকারী এমন একটি গাছ যার জুড়ি মেলা ভার। ত্বক থেকে চুল সবেতেই দুর্দান্ত যত্ন নেয় এই ভেষজ। আমাদের প্রত্যেকের বাড়িতেই একটি করে অন্তত অ্যালোভেরা গাছ থাকা উচিত। অ্যালোভেরার জাদুতে যেমন আপনার ত্বক, চুল, মুখশ্রী হবে সুন্দর তেমন ত্বকের উপরে হওয়া নানান সমস্যাকে দূর করতে পারবেন এর সাহায্যে।
অ্যালোভেরার গুণের শেষ নেই। অত্যন্ত উপকারী এমন একটি গাছ যার জুড়ি মেলা ভার। ত্বক থেকে চুল সবেতেই দুর্দান্ত যত্ন নেয় এই ভেষজ। আমাদের প্রত্যেকের বাড়িতেই একটি করে অন্তত অ্যালোভেরা গাছ থাকা উচিত। অ্যালোভেরার জাদুতে যেমন আপনার ত্বক, চুল, মুখশ্রী হবে সুন্দর তেমন ত্বকের উপরে হওয়া নানান সমস্যাকে দূর করতে পারবেন এর সাহায্যে।
advertisement
2/6
শীতকালে ত্বকে নানা সমস্যা দেখা দেয়, সেই সমস্ত সমস্যা থেকে উদ্ধার পেতে ব্যবহার করুন দুই থেকে তিন টেবিল চামচ অ্যালোভেরা জেল। দেরি না করে অ্যালোভেরা জেল এর সঙ্গে মিশিয়ে ফেলুন মাত্র একটি জিনিস। কী জিনিস? এবার জেনে নিন অসাধারণ সেই টিপস –
শীতকালে ত্বকে নানা সমস্যা দেখা দেয়, সেই সমস্ত সমস্যা থেকে উদ্ধার পেতে ব্যবহার করুন দুই থেকে তিন টেবিল চামচ অ্যালোভেরা জেল। দেরি না করে অ্যালোভেরা জেল এর সঙ্গে মিশিয়ে ফেলুন মাত্র একটি জিনিস। কী জিনিস? এবার জেনে নিন অসাধারণ সেই টিপস –
advertisement
3/6
প্রথমেই আপনাকে একটি বড় আকারের অ্যালোভেরা পাতা সংগ্রহ করতে হবে। অ্যালোভেরা পাতাকে খুব ভালো করে দু ধার কেটে নিতে হবে। তারপরে যেখান থেকে তুললেন সেই অংশটা থেকে দেখবেন হলুদ বিষাক্ত পদার্থ বেরিয়ে আসছে, জলের ভেতরে আধ ঘণ্টা ডুবিয়ে রেখে এই বিষাক্ত পদার্থ ভাল করে ধুয়ে নিয়ে পাতা খুব ভাল করে মাঝখান থেকে কেটে জেল বার করে নিন। একটি মিক্সিতে এই জেলকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর সঙ্গে মিশিয়ে নিন নারকেল তেল।
প্রথমেই আপনাকে একটি বড় আকারের অ্যালোভেরা পাতা সংগ্রহ করতে হবে। অ্যালোভেরা পাতাকে খুব ভালো করে দু ধার কেটে নিতে হবে। তারপরে যেখান থেকে তুললেন সেই অংশটা থেকে দেখবেন হলুদ বিষাক্ত পদার্থ বেরিয়ে আসছে, জলের ভেতরে আধ ঘণ্টা ডুবিয়ে রেখে এই বিষাক্ত পদার্থ ভাল করে ধুয়ে নিয়ে পাতা খুব ভাল করে মাঝখান থেকে কেটে জেল বার করে নিন। একটি মিক্সিতে এই জেলকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর সঙ্গে মিশিয়ে নিন নারকেল তেল।
advertisement
4/6
খুব ভালো করে মিশ্রণটি যদি আপনি আপনার সারা গায়ে ভিজে অবস্থায় লাগাতে পারেন, তাহলে দেখবেন আলাদা করে আর আপনাকে নামি দামি প্রোডাক্ট কিনে আনতে হচ্ছে না। রাতে শুতে যাওয়ার সময় এই ক্রিম নাইট ক্রিম হিসাবেও ব্যবহার করুন। এই ম্যাজিক ক্রিমের অনেক উপকারিতা আছে।
খুব ভালো করে মিশ্রণটি যদি আপনি আপনার সারা গায়ে ভিজে অবস্থায় লাগাতে পারেন, তাহলে দেখবেন আলাদা করে আর আপনাকে নামি দামি প্রোডাক্ট কিনে আনতে হচ্ছে না। রাতে শুতে যাওয়ার সময় এই ক্রিম নাইট ক্রিম হিসাবেও ব্যবহার করুন। এই ম্যাজিক ক্রিমের অনেক উপকারিতা আছে।
advertisement
5/6
শীতকাল পড়লেই সপ্তাহভর এটি আপনি লাগাতে পারেন। এমনকি এটি বানিয়ে আপনি রেখেও দিতে পারেন ফ্রিজে। তবে তিন থেকে চারদিনের বেশি রাখবেন না, ফ্রিজ থেকে বার করে স্নান করার পরে ভিজে গায়ে লাগিয়ে ফেলুন। তাই আর দেরি না করে বাজার থেকে আর কোনো রকম কিছু না কিনে বাড়িতেই তৈরি করে ফেলুন অসাধারণ ক্রিম।
শীতকাল পড়লেই সপ্তাহভর এটি আপনি লাগাতে পারেন। এমনকি এটি বানিয়ে আপনি রেখেও দিতে পারেন ফ্রিজে। তবে তিন থেকে চারদিনের বেশি রাখবেন না, ফ্রিজ থেকে বার করে স্নান করার পরে ভিজে গায়ে লাগিয়ে ফেলুন। তাই আর দেরি না করে বাজার থেকে আর কোনো রকম কিছু না কিনে বাড়িতেই তৈরি করে ফেলুন অসাধারণ ক্রিম।
advertisement
6/6
সতর্কীকরণ– উপরে উল্লেখিত কোনও উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও কোনও রকম সমস্যা এড়াতে আগে চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলুন। নিউজ ১৮ বাংলা এটি নিশ্চিত করে না।
সতর্কীকরণ– উপরে উল্লেখিত কোনও উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও কোনও রকম সমস্যা এড়াতে আগে চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলুন। নিউজ ১৮ বাংলা এটি নিশ্চিত করে না।
advertisement
advertisement
advertisement