West Burdwan News: মেসি জীবন্ত হয়ে উঠলেন শিল্পের 'ছোঁয়ায়'! বিশ্বকাপ জয়ের উন্মাদনা বাংলার মাটিতে

Last Updated:

West Burdwan News: প্রিয় ফুটবলারের ছবি গাছের পাতায় ফুটিয়ে তুললেন আসানসোলের এক  ব্যক্তি। যিনি পেশায় অঙ্কন শিক্ষক। পাশাপাশি লিফ আর্ট তৈরি করতে তিনি দক্ষ।

+
রুপম

রুপম মুখোপাধ্যায়ের তৈরি লিফ আর্ট।

আসানসোল: এতদিন বিশ্বকাপ জ্বরে ভুগছিলেন গোটা বিশ্বের মানুষ। কাতারের বিশ্বকাপের আঁচ এসে পড়েছিল বাংলার মাটিতেও। ফুটবল ভক্তরা বিভিন্নভাবে তাদের উন্মাদনা প্রকাশ করেছেন। কেউ মিষ্টি দিয়ে বানিয়েছেন তার প্রিয় ফুটবলারের মূর্তি। কেউ আবার হেয়ার স্টাইলে প্রমাণ দিয়েছেন বিশ্বকাপের ক্রেজ।
সদ্য সমাপ্ত হয়েছে কাতার বিশ্বকাপ। সাড়ে তিন দশকের অপেক্ষার পর আবার হাতে কাপ পেয়েছে আর্জেন্টিনা। কোটি কোটি ভক্তের স্বপ্ন পূরণ করেছেন লিওনেল মেসি। আর এমন সময় প্রিয় ফুটবলারের ছবি গাছের পাতায় ফুটিয়ে তুললেন আসানসোলের এক ব্যক্তি। যিনি পেশায় অঙ্কন শিক্ষক। পাশাপাশি লিফ আর্ট তৈরি করতে তিনি দক্ষ। এই বিশ্বকাপের সময় গাছের পাতায় মেসির ছবি তৈরি করে প্রিয় ফুটবলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। পাশাপাশি তার অন্যান্য প্রিয় ফুটবলারদের ছবিও গাছের পাতায় ফুটিয়ে তুলেছেন রুপম মুখোপাধ্যায়।
advertisement
advertisement
প্রসঙ্গত,বিশ্বকাপ এলেই দেখা যায়, প্রিয় ফুটবলারের আদলে অনেক ফ্যানেদের চুলের রঙ, চুলের স্টাইল বদলে যায়। কেউ কেউ আবার বিশ্বকাপ মরশুমে প্রিয় দলের জার্সি গায়ে চাপিয়ে রাখেন নিজেকে ফ্যান চিহ্নিত করতে। আরও নানাভাবে প্রিয় দল ও খেলোয়াড়দের ভালবাসা জানাতে নানা পদ্ধতি অবলম্বন করেন ভক্তরা। তেমনভাবেই আসানসোলের বার্নপুর রোডের ডলিলজ এলাকার বাসিন্দা রূপম মুখোপাধ্যায়। তিনি তার প্রিয় ফুটবলারদের শ্রদ্ধা জানাচ্ছেন এক ব্যতিক্রমী শিল্পের মাধ্যমে। লিফ আর্ট বা গাছের পাতায় খোদাই করে প্রিয় ফুটবলারের মুখ ফুটিয়ে তুলছেন রূপম। তারপর সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করছেন ফুটবলারদের অন্যান্য ফ্যানদের জন্য।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: মেসি জীবন্ত হয়ে উঠলেন শিল্পের 'ছোঁয়ায়'! বিশ্বকাপ জয়ের উন্মাদনা বাংলার মাটিতে
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement