TRENDING:

Burdwan Blast: আলু জমিতে লুকিয়ে রাখা ছিল বোমা! বিস্ফোরণে জখম ২

Last Updated:

পূর্ব বর্ধমানের আউশগ্রামের কল্যাণপুরের কলাবাগান মাঠ এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: আলু জমিতে বোমা, সেই বোমা বিস্ফোরণে জখম ২ জন। আলুর জমিতে কাজ করার করার সময় হঠাৎ করে বিস্ফোরণ ঘটে (Burdwan Blast)। পূর্ব বর্ধমানের আউশগ্রামের কল্যাণপুরের কলাবাগান মাঠ এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে (Burdwan Ayushgram Potato Field Blast)।
advertisement

জখম  ২ জনের নাম ফাইজউদ্দিন সেখ ও  মজিদ সেখ। এরা সম্পর্কে দাদু ও নাতি। ফাইজউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান হাসপাতাল থেকে  গ্রিন করিডর করে  কলকাতা নিয়ে যাওয়া হয়েছে (Burdwan Ayushgram Potato Field Blast)। ঘটনাস্থলে আউশগ্রাম থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: প্রয়াত পিংলার পটের শিক্ষাগুরু দুখুশ্যাম চিত্রকর

advertisement

জেলা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আলুর জমিতে সেচের জল দেওয়ার জন্য কল্যাণপুর কলাবাগান মাঠে যান মজিদ শেখ। তাকে জলখাবার দিতে যান নাতি ফাইজউদ্দিন শেখ। মাঠে সে একটা কৌটো জাতীয় কিছু দেখতে পায়। কৌতূহলবশত সেটা নিয়ে ঘাঁটাঘাঁটি করতেই তা তীব্র বিস্ফোরণ করে ফেটে যায়। ঘটনায় গুরুতর জখম হয় ফাইজউদ্দিন ও তার দাদু মজিদ শেখ। ২ জনকেই দ্রুত গুসকরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ফাইজউদ্দিনকে প্রথমে বর্ধমান ও পরে গ্রিন করিডর করে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: দোলযাত্রা এবং মহাপ্রভু শ্রীচৈতন্যের আবির্ভাব তিথি উপলক্ষে সেজে উঠছে নবদ্বীপ ও মায়াপুর

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কোথা থেকে বোমা এল, কী উদ্দেশ্য জমিতে  রাখা হয়েছি বোমা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় অবাক এলাকার বাসিন্দারা। তাঁরা বলছেন, '' আলু জমিতে যে এভাবে বোমা রাখা থাকতে পারে তা কারও কল্পনার মধ্যেই ছিল না।'' বিস্ফোরণের শব্দ শুনেই আশপাশের অনেকে ছুটে আসেন। স্থানীয় বাসিন্দারাই উদ্যোগী হয়ে জখম ২জনকে হাসপাতালে পাঠায়। পাশাপাশি আউশগ্রাম থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত করে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। পুলিশের অনুমান, পরে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্যই আলু জমির নরম মাটিতে বোমা-সহ কৌটো লুকিয়ে রাখা হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan Blast: আলু জমিতে লুকিয়ে রাখা ছিল বোমা! বিস্ফোরণে জখম ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল