Dolyatra : দোলযাত্রা এবং মহাপ্রভু শ্রীচৈতন্যের আবির্ভাব তিথি উপলক্ষে সেজে উঠছে নবদ্বীপ ও মায়াপুর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Dolyatra : ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের পক্ষ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর (Mahaprabhu Shri Chaitanyadev) ৫৩৬ তম জন্মতিথি উপলক্ষে দীর্ঘ একমাস ব্যাপী বিভিন্ন উৎসব অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান চলবে ২৪ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত।
নবদ্বীপ ও মায়াপুর : সামনেই দোলপূর্ণিমা, আর এই দোলযাত্রা (Dolyatra) নিয়ে নদিয়াবাসীর (Nadia) আগ্রহের শেষ নেই। মহাপ্রভু শ্রীচৈতন্যের জন্মভূমি শ্রীধাম নবদ্বীপ (Nabadwip) ও মায়াপুরের (Mayapur) দোল উৎসব পালন করতে আসেন গোটা দেশ-বিদেশের অগণিত মানুষ। ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের পক্ষ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর (Mahaprabhu Shri Chaitanyadev) ৫৩৬ তম জন্মতিথি উপলক্ষে দীর্ঘ একমাস ব্যাপী বিভিন্ন উৎসব অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান চলবে ২৪ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত।
এই অনুষ্ঠানগুলির মধ্যে বিশেষ উল্লেখ্য বৈষ্ণব সম্মেলন, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, বিশ্বশান্তি যজ্ঞ নৌকা বিহার, শোভাযাত্রা, বিভিন্ন ভাষায় ভাগবত পাঠ, একাধিক সেমিনার, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তবৃন্দের বিভিন্ন ভাষায় ভজন কীর্তন, বিভিন্ন নাটক, সঙ্গীত এবং শ্রী শ্রী রাধামাধবকে হাতির পিঠে আহরণ করিয়ে মন্দির চত্বর পরিক্রমা ও বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হবে এই দিন গুলিতে।
advertisement
আরও পড়ুন : চুরি গেল রুপোর বাঁশি ও বহুমূল্য অলঙ্কার, মন্দিরে দুঃসাহসিক চুরি ঘিরে চাঞ্চল্য নবদ্বীপে
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্যই রয়েছে মন্দিরের প্রবেশাধিকার। সন্ধ্যাবেলা দেখা যায় মায়াপুর মন্দির চত্বরে আলোর রোশনাই ও রঙিন আলপনার সুসজ্জিত কারুকার্য। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের নিরাপত্তার দিকেও যথেষ্ট নজরদারি রাখা হয়েছে। দোল পূর্ণিমার আগে থেকেই হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন মায়াপুরে। মন্দিরের সূত্র মারফত জানা গিয়েছে, ১৮ মার্চ শুক্রবার শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের দিনটিও যথাযোগ্য মর্যাদার সঙ্গেই পালন করা হবে। ওইদিনই বসন্ত উৎসব, দোল পূর্ণিমা। দোল পূর্ণিমায় সর্বত্রই চলে রং ও আবিরের খেলা। কিন্তু ইসকন মন্দিরে রং ও আবির খেলা হয় না। সেই দিন মন্দিরে চলে একাধিক উৎসব। সন্ধ্যায় শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ক্ষণে দেওয়া হবে পুষ্পাঞ্জলি ও প্রার্থনা করা হবে বিশ্বশান্তি ও বিশ্বকল্যাণের জন্য।
advertisement
advertisement
আরও পড়ুন : ভারতের জাতীয় পতাকা আঁকড়ে ধরেই বন্দুকধারীদের হাত থেকে রক্ষা, ইউক্রেনের অভিজ্ঞতায় তীব্র আতঙ্কিত ডাক্তারি পড়ুয়া
করোনা বিধি মেনেই প্রতিটি অনুষ্ঠান পালন করা হবে বলে জানান মন্দির কর্তৃপক্ষ। গত দু'বছর করোনা অতিমারির কারণে সেই ভাবে পালন করা হয়নি দোল উৎসব। কিন্তু এবছর প্রকোপ অনেকটা কমায় ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে মায়াপুর ইসকন মন্দিরে।
advertisement
( প্রতিবেদন : মৈনাক দেবনাথ)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 09, 2022 10:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dolyatra : দোলযাত্রা এবং মহাপ্রভু শ্রীচৈতন্যের আবির্ভাব তিথি উপলক্ষে সেজে উঠছে নবদ্বীপ ও মায়াপুর