Dukhushyam Chitrakar: প্রয়াত পিংলার পটের শিক্ষাগুরু দুখুশ্যাম চিত্রকর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
গতকাল রাতে প্রয়াত হন দুখুশ্যাম চিত্রকর। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭৮ বছর। প্রিয় শিল্পীর প্রয়াণে পিংলার পটুয়া পাড়ায় নামল শোকের ছায়া
#পিংলা: চলে গেলেন পিংলার পটের শিক্ষাগুরু দুঃখুশ্যাম চিত্রকর। শোকের ছায়া নয়ার পটুয়া পাড়ায়। সালটা ১৯৭০, তখন তিনি যুবক । গ্রামে গ্রামে,পাড়ায় পাড়ায় ছবি দিয়ে পটের গান শোনাতেন তিনি, তাতেই চাল পয়সা যা পাওয়া যেতো তাতেই সংসার চালাতো ততকালীন মেদিনীপুর জেলার পিংলার নয়ার পটুয়া দুঃখুশ্যাম চিত্রকর। এই ভাবে বহু বছর কাটানোর পর পিংলার নয়াতে তাঁর কাছেই শিক্ষা নিয়ে আজ বহু শিল্পী দেশ-বিদেশে কাজ করছেন। বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন সবাই। কিন্তু যাঁর হাত দিয়ে সবাই তৈরী, তিনিই চলে গেলেন না-ফেরার দেশে।
গতকাল রাতে প্রয়াত হন দুখুশ্যাম চিত্রকর। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭৮ বছর। প্রিয় শিল্পীর প্রয়াণে পিংলার পটুয়া পাড়ায় নামল শোকের ছায়া। গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় দুঃখুশ্যাম চিত্রকরের। দুখুশ্যাম চিত্রকরের শিষ্যরা খবর পাওয়া মাত্র নয়া-মুখী হয়েছেন। আজই দুঃখুশ্যাম চিত্রকরের শেষকৃত্য সম্পন্ন হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 10, 2022 2:13 PM IST