TRENDING:

বিএসএফের বড় সাফল্য, সাইকেলের টায়ারে লুকনো ২.৩১ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত !

Last Updated:

৫৯ ব্যাটালিয়নের অধীনে সীমান্ত ফাঁড়ি জিৎপুরের সজাগ জওয়ানরা ​উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০টি সোনার বিস্কুট উদ্ধার করেছেন। যদিও পাচারকারী পালিয়ে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রৌনক দত্ত চৌধুরী, কলকাতা: রাজ্যের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল BSF। ৫৯ ব্যাটালিয়নের অধীনে সীমান্ত ফাঁড়ি জিৎপুরের সজাগ জওয়ানরা ​উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০টি সোনার বিস্কুট উদ্ধার করেছেন। যদিও পাচারকারী পালিয়ে যায়। জব্দ করা সোনার মোট ওজন ২.৩৬৭ কেজি, যার আনুমানিক বাজার মূল্য ২,৩১,২২,৭৫৬.৭০ টাকা।
সাইকেলের টায়ারে লুকনো ২.৩১ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত !
সাইকেলের টায়ারে লুকনো ২.৩১ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত !
advertisement

আরও পড়ুন– তাঁর গভীর চোখের দিকে তাকালে সংলাপ বলতে ভুলে যেতেন সহ-অভিনেতারা, অথচ সুপারস্টার ধর্মেন্দ্রকে পাগলের মতো ভালবেসেছিলেন এই অভিনেত্রী 

২৫ জুন বিকেল ৫:৩০ মিনিট নাগাদ জিতপুর সীমান্ত ফাঁড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এক সন্দেহভাজন ব্যক্তিকে সাইকেলে করে সীমান্তের বেড়া পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের দিকে যেতে দেখা যায়। নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময়, বিএসএফ জওয়ানরা সাইকেলের পিছনের টায়ারে অস্বাভাবিক ফুলে যাওয়া লক্ষ্য করেন, যা তাদের সন্দেহ জাগিয়ে তোলে।

advertisement

আরও পড়ুন– ১৫ দিন পরে খুলে দেওয়া হল দিঘার জগন্নাথ মন্দির, রথযাত্রায় ভোগে কী কী থাকছে?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জওয়ানরা টায়ারটিতে তল্লাশি চালাতেই ব্যক্তিটি হঠাৎ সাইকেল ফেলে কাশীপুর গ্রামের দিকে পালিয়ে যায়। ঘটনার পর, বিএসএফ কর্তারা তল্লাশি অভিযান শুরু করেন। সাইকেলের পিছনের টায়ারের ভিতর থেকে ২০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত করা সোনার আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রানাঘাট সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিএসএফের বড় সাফল্য, সাইকেলের টায়ারে লুকনো ২.৩১ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল