Digha Jagannath Temple: ১৫ দিন পরে খুলে দেওয়া হল দিঘার জগন্নাথ মন্দির, রথযাত্রায় ভোগে কী কী থাকছে?

Last Updated:

কোনও ত্রুটি না থাকে, তা নিশ্চিত করতে রথযাত্রার দু’দিন আগেই মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন দিঘায়। শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রস্তুতি নয়, দিঘা জুড়ে অন্যান্য যা আয়োজন হচ্ছে, তা-ও মুখ্যমন্ত্রী নিজেই খতিয়ে দেখবেন। দিঘার জগন্নাথ মন্দিরের ভোগে কী কী থাকছে ? দেখে নিন মেন্যু ৷

১৫ দিন পরে খুলে দেওয়া হল দিঘার জগন্নাথ মন্দির
১৫ দিন পরে খুলে দেওয়া হল দিঘার জগন্নাথ মন্দির
আবীর ঘোষাল, কলকাতা: রথযাত্রার প্রস্তুতি পর্ব নিজে দেখভাল করতে গতকালই দিঘা পৌঁছে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার দিনভর শেষ মুহূর্তের আয়োজনে নজর রাখবেন তিনি। অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে, এ বার দিঘায় মহাধূমধামে রথযাত্রাও পালিত হবে। প্রথম বারের সেই আয়োজনে যাতে কোনও ত্রুটি না থাকে, তা নিশ্চিত করতে রথযাত্রার দু’দিন আগেই মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন দিঘায়। শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রস্তুতি নয়, দিঘা জুড়ে অন্যান্য যা আয়োজন হচ্ছে, তা-ও মুখ্যমন্ত্রী নিজেই খতিয়ে দেখবেন। দিঘার জগন্নাথ মন্দিরের ভোগে কী কী থাকছে ? দেখে নিন মেন্যু ৷
দুপুরে ভাজা, খিচুড়ি, ডাল, শুক্তো, মোচার তরকারি, পটলের তরকারি, বৈতালের ঘন্ট, মিষ্টি, পায়েস-সহ ৫৬ ভোগ।
advertisement
অন্ন
ঘি ভাত
সুগন্ধী ভাত
পান্তা ভাত
advertisement
নারকেলের দুধ দিয়ে মাখা ভাত
দুধভাত
দহি পাখাল
শুকনো খিচুড়ি
ডাল
করলা ভাজা
শাক ভাজা
লাবড়া
বেসর
লঙ্কার বড়া
advertisement
নিমকি
আদার চাটনি
মিষ্টি চাটনি
নারকেল নাড়ু
সুজি
দই
বোঁদে
পুলি পিঠে
পিঠে
ছোট পিঠে
বিড়ি পিঠে
পদ্ম পিঠে
ক্ষীরের মিষ্টি
ভাত দিয়ে তৈরি মিষ্টি
advertisement
প্যান কেক
নারকেল কেক
রাইস কেক
বড় কেক
কেক
সাকারা
মেন্ধা মুন্ডিয়া
কাদামবা
পাত মনোহর মিষ্টি
তাকুয়া মিষ্টি ভাগ পিঠে
কাকারা মিষ্টি
লুনি খুরুমা
মিষ্টি লুচি
advertisement
চাড়াই নাড়া মিষ্টি
খাস্তা পুরি
কাদালি বারা
কানজি
বড় আরিশা
ত্রিপুরি
মুগা সিজা
মনোহরা মিষ্টি
মাগাজা লাড্ডু
খোয়া ক্ষীর
মিষ্টি
পানা
মুড়ি
দলমা
advertisement
টুকরো করা কলা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Temple: ১৫ দিন পরে খুলে দেওয়া হল দিঘার জগন্নাথ মন্দির, রথযাত্রায় ভোগে কী কী থাকছে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement