TRENDING:

West Bengal news: 'পাকিস্তান থেকে মুক্তি পেলেই...' প্রতীজ্ঞা করেছিলেন অপহৃত জওয়ান পূর্ণমের মা, অবশেষে ইচ্ছেপূরণ

Last Updated:

West Bengal news: ছেলে বাড়ি ফিরলে বাবার মন্দিরে পুজো দেওয়ার মানত করেছিলেন পূর্ণম কুমার সাউয়ের মা। মায়ের ইচ্ছা পূরণ করতে স্বপরিবারে তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন পূর্ণম কুমার সাউ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: ছেলে বাড়ি ফিরলে বাবার মন্দিরে পুজো দেওয়ার মানত করেছিলেন পূর্ণম কুমার সাউয়ের মা। মায়ের ইচ্ছা পূরণ করতে স্বপরিবারে তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন পূর্ণম কুমার সাউ। পূর্ণম কুমার সাউ এর সঙ্গে ছিলেন মা, স্ত্রী, পুত্র এবং আরও কয়েকজন আত্মীয়। এদিন দুপুর বারোটা নাগাদ সকলের অলক্ষ্যে তারকেশ্বর মন্দিরে আসেন পাকিস্তানের হাতে ২১ দিন বন্দি থাকা ভারতীয় জওয়ান পুনম কুমার সাউ। সেখানে এসে সপরিবারে বাবা তারকনাথের কাছে তিনি পুজো দেন।
advertisement

আরও পড়ুন: চেন টানায় শাস্তি, RPF জরিমানা করলেও খুশি যাত্রী! কারণ জিজ্ঞেস করতেই, যা বললেন… মাথায় হাত সকলের

উল্লেখযোগ্য বিষয় তিনি কিন্তু এসেছিলেন একেবারে সাধারণ মানুষদের মতন লাইন দিয়ে পুজো দিতে। দুপুর ১২ টার সময় তিনি এসে মন্দিরের সামনে লাইন দেন পুজো দেওয়ার জন্য। ঠিক সেই সময় মন্দিরের এক পুরোহিতের নজরে পড়ে। তড়িঘড়ি তাঁকে ও তার পরিবার কে লাইন থেকে সরিয়ে এনে বিশেষভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করে দেন বেশ কয়েকজন পুরোহিত। পূর্ণম কুমার মন্দিরে এসেছে শুনে মন্দিরে ভিড় জমান বহু মানুষ, এমনকি তাঁর সাথে সেলফি তোলেন অনেকে। এই বিষয়ে পূর্ণম কুমার সাউ জানান, তিনি ছোটবেলা যখন পড়াশোনা করতেন তখন থেকে তিনি শ্রাবণ মাসে এখানে জল ঢালতে আসতেন।

advertisement

আরও পড়ুন: দেওরের সঙ্গে পরকীয়ার জেরে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ! মিলছিল খোরপোশও, হাই কোর্টে যেতেই পড়লেন বিপদে

সেরা ভিডিও

আরও দেখুন
গড়বেতায় রহস্যময় পদচিহ্ন, এলাকাজুড়ে বন্য জন্তুর ভয়
আরও দেখুন

তিনি আরও জানান, পরবর্তীতে বিয়ে এবং চাকরির পরে সেই আশা কমে গিয়েছিল। তবে এবার যখন তিনি পাকিস্তানের হাতে বন্দি ছিলেন তখন তার মা মানত করেছিলেন যদি ছেলে অক্ষতভাবে বাড়ি ফিরে তাহলে তারা সপরিবারে পুজো দিতে আসবেন। অবশেষে তিনি যখন বাড়ি ফিরেছেন তাই মানত পূর্ণ করতে তিনি পুজো দিতে এসেছেন পরিবারের সঙ্গে। পুরোহিতদের দাবি দেশের রিয়েল নায়ককে একটু সুবিধা দিতে পেরে নিজেদের ধন্য মনে করেছেন। অন্যদিকে পূর্ণম বলেন মায়ের ইচ্ছা পূরণ করতে বাবার মন্দিরে আসা। রাহী হালদার

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: 'পাকিস্তান থেকে মুক্তি পেলেই...' প্রতীজ্ঞা করেছিলেন অপহৃত জওয়ান পূর্ণমের মা, অবশেষে ইচ্ছেপূরণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল