উল্লেখযোগ্য বিষয় তিনি কিন্তু এসেছিলেন একেবারে সাধারণ মানুষদের মতন লাইন দিয়ে পুজো দিতে। দুপুর ১২ টার সময় তিনি এসে মন্দিরের সামনে লাইন দেন পুজো দেওয়ার জন্য। ঠিক সেই সময় মন্দিরের এক পুরোহিতের নজরে পড়ে। তড়িঘড়ি তাঁকে ও তার পরিবার কে লাইন থেকে সরিয়ে এনে বিশেষভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করে দেন বেশ কয়েকজন পুরোহিত। পূর্ণম কুমার মন্দিরে এসেছে শুনে মন্দিরে ভিড় জমান বহু মানুষ, এমনকি তাঁর সাথে সেলফি তোলেন অনেকে। এই বিষয়ে পূর্ণম কুমার সাউ জানান, তিনি ছোটবেলা যখন পড়াশোনা করতেন তখন থেকে তিনি শ্রাবণ মাসে এখানে জল ঢালতে আসতেন।
advertisement
তিনি আরও জানান, পরবর্তীতে বিয়ে এবং চাকরির পরে সেই আশা কমে গিয়েছিল। তবে এবার যখন তিনি পাকিস্তানের হাতে বন্দি ছিলেন তখন তার মা মানত করেছিলেন যদি ছেলে অক্ষতভাবে বাড়ি ফিরে তাহলে তারা সপরিবারে পুজো দিতে আসবেন। অবশেষে তিনি যখন বাড়ি ফিরেছেন তাই মানত পূর্ণ করতে তিনি পুজো দিতে এসেছেন পরিবারের সঙ্গে। পুরোহিতদের দাবি দেশের রিয়েল নায়ককে একটু সুবিধা দিতে পেরে নিজেদের ধন্য মনে করেছেন। অন্যদিকে পূর্ণম বলেন মায়ের ইচ্ছা পূরণ করতে বাবার মন্দিরে আসা। রাহী হালদার






