Indian Railways: চেন টানায় শাস্তি, RPF জরিমানা করলেও খুশি যাত্রী! কারণ জিজ্ঞেস করতেই, যা বললেন… মাথায় হাত সকলের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Indian Railways: আগরা ডিভিশনের দ্রুত গতির এক ট্রেন একটি গ্রামের কাছে হঠাৎ চেন টানার কারণে থেমে যায়। দৌড়ে আসেন আরপিএফ এবং রেল কর্মীরা, আরপিএফ জওয়ানরা জরিমানা করলেও যাত্রীর মুখে হাসি, কারণ জানতে পেরে হতবাক সকলে।
advertisement
advertisement
advertisement
advertisement
 এই অভিযানের সময় আগরা ছাওনি স্টেশনে ২৭১, আগরা ফোর্ট স্টেশনে ২৬, মথুরা জংশনে ৪৩৮ এবং ধৌলপুর স্টেশনে ২৫ জনকে জরিমানা করা হয়েছে। রেলওয়ে স্পষ্ট করেছে যে যথাযথ কারণ ছাড়া চেন টানা অবৈধ এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এর ফলে ট্রেনের সময়সূচি বিঘ্নিত হয় এবং অন্যান্য যাত্রীদের অসুবিধা হয়। Representative Image
advertisement
 রেলওয়ে প্রশাসন যাত্রীদের আবেদন করেছে যে তারা শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে অ্যালার্ম চেন ব্যবহার করুন। যথাযথ কারণ ছাড়া চেন টানলে ট্রেনগুলি দেরিতে চলে, যার ফলে যাত্রীদের সময় নষ্ট হয় এবং রেল পরিচালনায় বাধা আসে। আগরা মণ্ডলের এই অভিযান যাত্রীদের সচেতন করার এবং ট্রেনগুলি সময়মতো চলার নিশ্চয়তা দেওয়ার জন্য চালানো হচ্ছে। Representative Image

