ভারতের একজন সশস্ত্র সৈনিক পাকিস্তানের মত দেশে বর্ডার পেরিয়ে ঢুকে পড়লে তার পরিণতি হতে পারে ভয়ঙ্কর। পূর্ণম সাউ ফিরোজপুরে পাক ভূখন্ডে ঢুকে পরায় তাকে বন্দি করে পাক রেঞ্জার্সরা। তার পরিবার দুশ্চিন্তাতেই ছিল। ২২ দিনের বন্দিদশা কাটিয়ে দশ দিন আগে দেশে ফেরেন বিএসএফ জওয়ান। আজ নিজের ঘরে ফিরলেন, মা-স্ত্রীর কাছে ফিরলেন, যাকে ঘিরে সাজ সাজ রব ছিল সকাল থেকে রিষড়ার সাউ বাড়িতে। আলো দিয়ে সাজানো, ক্যাটরিং এনে রান্নাবান্না, কেক কেটে সেলিব্রেট হল তাঁর আসা।
advertisement
পূর্বা এক্সপ্রেসে হাওড়া স্টেশনে ফেরেন পূর্ণমকুমার সাউ। রিষড়া চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র বিএসএফ জওয়ানের বাবা ভোলানাথ সাউকে নিয়ে হাওড়ায় তাঁকে আনতে যান। বিজয় সাগর জানান, পূর্ণম রিষড়ার গর্ব। সে আজ বাড়ি ফিরেছে রিষড়াবাসীর আনন্দের দিন। পূর্ণমের ফেরাকে স্বাগত জানাতে রাস্তায় তার ছবি দিয়ে কাট আউট লাগানো হয়। গেট করা হয় জিটি রোডে। পুর্নমের ঘরে ফেরার জন্য জমকালো ব্যবস্থা করা হয়। বাগখাল জিটি রোডে হুডখোলা গাড়ি ব্যান্ড পার্টি আর জাতীয় পতাকায় সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয়। হাওড়া থেকে ফেরার পথে লিলুয়ার একটি মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টিমুখ করেন পূর্ণম। ছেলেকে মিষ্টি খাইয়ে দেন ভোলানাথ সাউ।
পূর্ণম বলেন, সকলের আশির্বাদে আমি ঘরে ফিরতে পেরেছি। ভারতে আমার দ্বিতীয় বার জন্ম হল। বাবাকে জরিয়ে ধরতে দেখা যায় পূর্ণমকে। তিনি বলেন, বাবা আমাকে জন্ম দিয়েছে তাকে অনেক তাকে দেখার পর এটুকু আবেগ তো হবেই। আমরা দেশের সীমানায় থাকি নির্ভয়ে। তাই ভয় পেয়ে গেলে দেশবাসীকে রক্ষা করব কী করে!আপাতত ২০ দিন ছুটি। তারপর আবার বর্ডারে গিয়ে কর্তব্য পালন করব।
রাহী হালদার