এলাকাবাসীর সূত্রে জানা যায়, গতকাল দুপুরের পর থেকেই এক এক করে মোট পাঁচটি সারমেয় অসুস্থ হয়ে পড়ে। এরপরেই পাঁচটি কুকুর ছানার মৃত্যু হয়। শহরের পশুপ্রেমী সংগঠনের সদস্যদের অভিযোগ, কুকুরগুলিকে বিষ খাইয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে। যদিও ইতিমধ্যে সিউড়ি থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। বুধবার সেই সমস্ত কুকুরছানা গুলির ময়নাতদন্ত করা হবে।
advertisement
আরও পড়ুন : এত ছোটো ধান, তার আবার কানের দুল-গলার হার! দেদার বিকোচ্ছে এই গয়না মেলায়, কিনবেন নাকি
এই বিষয়ে সিউড়ির একটি পশুপ্রেমী সংস্থার সদস্য রাজস্বী ঘোষ জানান, আমাদের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে এসে পৌঁছাই এবং দেখতে পাই পাঁচটি কুকুরছানা মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং আরও বাকি চারটি কুকুর ছানার অবস্থা আশঙ্কাজনক। আমাদের মনে হয় এই কুকুরছানা গুলিকে কেউ বিষ খাইয়ে মেরে দিয়েছেন। তবে পুরো বিষয়টি ময়নাতদন্তের পর পরিষ্কার হবে। অন্যদিকে ওই এলাকার এক স্থানীয় বাসিন্দা ধীরেন দত্ত বলেন, গতকাল মঙ্গলবার তিনি ওই কুকুরছানা গুলিকে মৃত অবস্থায় দেখতে পান। তিনিও চান আসল যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক।
আরও পড়ুন : দীর্ঘ প্রতীক্ষার অবসান , তৈরি হচ্ছে তারাপীঠে ফায়ার স্টেশন
প্রসঙ্গত এর আগেও বীরভূমে এমন ঘটনা ঘটেছে। সেখানে আসল দোষীদের খুঁজে বের করে থানায় অভিযোগ জানানো হয়েছে।তাদের বিরুদ্ধে এখনও কোর্টে কেস ফাইল রয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তাই এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের কাউকে ছাড়া হবে না এমনটাই আশা করছেন শহরের পশুপ্রেমীরা।
সৌভিক রায়






