Birbhum News: এত ছোটো ধান, তার আবার কানের দুল-গলার হার! দেদার বিকোচ্ছে এই গয়না মেলায়, কিনবেন নাকি

Last Updated:

Birbhum News: শান্তিনিকেতনে ধানের গহনা শিল্পী তপন বৈদ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধান দিয়ে তৈরি করে ফেলেছেন। যার মধ্যে মহিলাদের বিশেষ আর্কষণ, গহনা, অলঙ্কার। যা হস্তশিল্প মেলায় বাজারের বিশেষ ও মূল আর্কষণ হয়ে উঠেছে।

+
ধানের

ধানের তৈরি কানের দুল

বীরভূম: আমরা সবাই এতদিন জানতাম এবং ভাবতাম যে ধান থেকে চাল আর সেই চাল থেকে ভাত তৈরি হয়। বীরভূম মূলত ধান চাষের জন্য বিখ্যাত। তবে এবার ধান দিয়ে চাল তৈরির পাশাপাশি ধান দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের গহনা। লাল মাটির জেলা বীরভূম আর এই লাল মাটির জেলার লাল মাটির শহর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর, শান্তিনিকেতন।
এই শান্তিনিকেতনে ধানের গহনা শিল্পী তপন বৈদ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধান দিয়ে তৈরি করে ফেলেছেন। যার মধ্যে মহিলাদের বিশেষ আর্কষণ, গহনা, অলঙ্কার। যা হস্তশিল্প মেলায় বাজারের বিশেষ ও মূল আর্কষণ হয়ে উঠেছে।
advertisement
advertisement
মেলায় আগত পর্যটক মহিলারা বলছেন ”সোনা, রূপো, তামা ও ডোকরার বিভিন্ন অলংকার এতদিন আমরা দেখেছি এবং সেটা কিনেছি। কিন্তু এই প্রথম শান্তিনিকেতনে এসে ছোটো ছোটো ধানের তৈরি সুন্দর সুন্দর কানের দুল, গলার হার দেখে বেশ মন কাড়ছে। নতুন একটা জিনিস দেখলাম মনে হচ্ছে।” অপরদিকে শিল্পী তপন বৈদ্য বলছেন, ”সরকারি মেলা প্রচার আর বিজ্ঞাপনের অভাবে মেলার বাজারটা অনেকটাই কম।”
advertisement
খুবই সূক্ষ্ম ভাবে কাজ করতে হয় এই গহনা বানাতে। ঘণ্টায় দু’টো কানের দুল, একটা গলার তৈরি করতে পারা সম্ভব। প্রথম একটা খাঁচা তৈরি করতে হয় তারপর একটা ধান করে ওই ফ্রেমের মধ্যে ভাল আঠা দিয়ে লাগিয়ে দিতে হয়। এরপর শুকানোর পর তৈরি হয় ধানের তৈরি গহনা। এছাড়াও গ্রাহকেরা নিজেদের পছন্দমতো যদি কোনও ডিজাইন বলে থাকেন তাহলে তিনি সেটাও বানিয়ে দেন।
advertisement
এছাড়াও শিল্পী রাজ্যের MSME দফতরে আর্থিক সহযোগিতার আবেদন করেন। আর্থিক সাহায্য পাওয়া গেলে এই শিল্পকে আরও বেশি প্রসারিত করা যেতে পারে বলে তিনি জানান। এমনকী উনি আরও জানান যে উত্তরবঙ্গে মেলায় ৩ হাজার টাকার বিক্রি হয়েছে এই ধানের তৈরি গহনা।
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: এত ছোটো ধান, তার আবার কানের দুল-গলার হার! দেদার বিকোচ্ছে এই গয়না মেলায়, কিনবেন নাকি
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement