Birbhum News: দীর্ঘ প্রতীক্ষার অবসান , তৈরি হচ্ছে তারাপীঠে ফায়ার স্টেশন

Last Updated:

তারাপীঠ মন্দিরে হাজার হাজার ভক্তদের আনাগোনা, প্রায় দুই হাজার হোটেল অথচ অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। অবশেষে তৈরি হতে চলেছে ফায়ার স্টেশন।

+
জমি

জমি পরিদর্শনে দমকল মন্ত্রী

বীরভূম : সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। প্রত্যেকদিন কয়েক হাজার পর্যটকদের সমাগম ঘটে তারাপীঠ মন্দিরে। দিন যত পেরিয়েছে খ্যাতির চূড়ায় পৌঁছেছে বীরভূমের অন্যতম পর্যটন কেন্দ্র তারাপীঠ। আর যত খ্যাতি চূড়ায় পৌঁছেছে তার সঙ্গে বেড়েছে বসতি এবং হোটেল, লজ। বর্তমান সময়ে দাঁড়িয়ে তারাপীঠে অবস্থিত রয়েছে প্রায় ১৫০০ থেকে আনুমানিক ২০০০ ছোট বড় লজ।
তবে তারা কোনওসমস্যায় পড়লে কোনওরকম দুর্ঘটনা ঘটলে তাদেরকে ফোন করতে হয় রামপুরহাট ফায়ার স্টেশনে। তবে এবার তারাপীঠ ঢোকার আগেই তারাপীঠ এলাকাবাসীর পাশাপাশি তারাপীঠে আগত পর্যটকদের কথা মাথায় রেখে নির্দিষ্ট জায়গায় ফায়ার স্টেশন তৈরি হবে।এমনই আশ্বাস দিয়ে গেলেন দমকল মন্ত্রী সুজিত বসু। বীরভূমের তারাপীঠ তারা মন্দিরে পুজো দিতে এসে যেখানে ফায়ার স্টেশন তৈরি হবে সেই স্থান পরিদর্শন করে গেলেন দমকল মন্ত্রী সুজিত বসু।
advertisement
advertisement
এই বিষয়ে দমকল মন্ত্রী সুজিত বসুজানান, অনেকদিন ধরে আমাদের পরিকল্পনা ছিল তারাপীঠে একটি ফায়ার স্টেশন গড়ে তুলব।এ বিষয় তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা ডেপুটি স্পিকার এর পাশাপাশি তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আশীষ ব্যানার্জিকে জানিয়েছিলেন তারাপীঠ মন্দিরের কাছে একটি ফায়ার স্টেশন গড়ে তোলার জন্য। এই কথা জানানোর পরেই ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় তারাপীঠে ফায়ার স্টেশন করার জন্য একটি জমি নির্ধারিত করেছেন।
advertisement
ইতিমধ্যেই এই বিষয়ে বীরভূম জেলা শাসক বিধান রায়ের সঙ্গে কথা হয়েছে দমকল মন্ত্রী সুজিত বসুর।যেদিন এই জমি নির্ধারিত হবে সেদিন থেকেই এই কাজশুরু হবে বলে জানান দমকল মন্ত্রী সুজিত বসু।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
বীরভূমের দুবরাজপুরে ইতিমধ্যে ফায়ার স্টেশন তৈরির কাজ শুরু হয়েছে।
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: দীর্ঘ প্রতীক্ষার অবসান , তৈরি হচ্ছে তারাপীঠে ফায়ার স্টেশন
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement