TRENDING:

West Bardhaman News: আলুবোঝাই লরি নিয়ে গিয়ে ফাঁপড়ে চালকরা, রাজ্য পার করার নামে চলছে অসাধু কারবার

Last Updated:

West Bardhaman News: রাজ্য প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ রয়েছে ভিন রাজ্যে আলু রফতানি। এমন অবস্থায় আলুবোঝাই বিভিন্ন লরি ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাংলা ঝাড়খন্ড সীমান্ত থেকে। আর সেখানেই ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করছে কিছু অসাধু ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান: রাজ্যে অত্যাধিকভাবে বেড়ে গিয়েছিল আলুর দাম। যে কারণে রীতিমত নাকাল হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ। তারপরেই রাজ্য প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ রয়েছে ভিন রাজ্যে আলু রফতানি। এমন অবস্থায় আলুবোঝাই বিভিন্ন লরি ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাংলা ঝাড়খন্ড সীমান্ত থেকে। আর সেখানেই ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করছে কিছু অসাধু ব্যক্তি।
advertisement

আলু বোঝাই লরি রাজ্য থেকে নিয়ে গিয়ে সীমান্তে আটকে পড়ছেন লরিচালকরা। যে কারণে তারা বেশ ক্ষুব্ধ। অনেক লরিচালক অভিযোগ করছেন, বেশ কয়েকদিন ধরে তাদের সীমান্তে অপেক্ষা করতে হচ্ছে। কেউ কেউ আবার অভিযোগ তুলছেন, সেখানে তারা খাবার পাচ্ছেন না। পাচ্ছেন না ঠিকমত পানীয় জল। আর চালকদের এই দুরাবস্থার সুযোগ নিতে কিছু মানুষ অসাধু পন্থা অবলম্বন করছেন।রাজ্য সীমানা পার করে দেওয়ার নামে টোপ দেওয়া হচ্ছে লরিচালকদের।

advertisement

অভিযোগ, টাকার বিনিময়ে আলু বোঝাই লরি বাংলা সীমান্ত পার করে দেওয়ার টোপ দেওয়া হচ্ছে লরিচালকদের কাছে। আলু বোঝাই লরি যাতে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে, এই লোভ দেখিয়ে চালকদের কাছে নেওয়া হচ্ছে টাকা। এক কথায়, বাংলা ঝাড়খন্ড সীমান্তে অবস্থিত ডুবুরডি চেকপোস্ট এলাকায় বেড়েছে দালালদের উৎপাত। যার ফলে নীতিমতো নাজেহাল হয়ে পড়েছেন লরিচালকরা।

advertisement

আরও পড়ুনঃ Accident: ভয়ঙ্কর! ‘বাবা’র কাছে যাওয়ার পথেই সব শেষ! মুহূর্তে মৃত্যু ৬ জনের, চারিদিকে রক্ত আর গোঙানি

অন্যদিকে, প্রশাসনের সিদ্ধান্তে ডুবুরডি চেকপোষ্টে রয়েছে নাকা চেকিং। পুলিশ কর্মীরা সেখানে আলু বোঝায় লরিগুলি আটকে দিচ্ছেন। খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন লরির কাগজপত্র। তাছাড়া, দালাল চক্রের উৎপাত রুখতেও পুলিশ কর্মীরা নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সব সময় সক্রিয় রয়েছেন পুলিশ কর্মীরা। অন্যদিকে প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে বেশ কিছু লরিচালক বেপরোয়া মনোভাব নিয়েছেন। অভিযোগ, একটি আলু বোঝাই লরি এদিন সীমান্তে পুলিশের ব্যারিকেড ভেঙে পালিয়ে গিয়েছে। বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতরভাবে এই ঘটনায় আহত হতে পারতেন। তবে আলু বোঝাই ওই লরিটিকে আটক করা যায়নি বলে খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: আলুবোঝাই লরি নিয়ে গিয়ে ফাঁপড়ে চালকরা, রাজ্য পার করার নামে চলছে অসাধু কারবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল