Accident: ভয়ঙ্কর! 'বাবা'র কাছে যাওয়ার পথেই সব শেষ! মুহূর্তে মৃত্যু ৬ জনের, চারিদিকে রক্ত আর গোঙানি

Last Updated:

Road Accident: শ্রাবণের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে গিয়ে পথ দুর্ঘটনার কবলে পুণ্যার্থীরা৷ ঘটনায় মৃত্যু হয় এক সিভিক ভলান্টিয়ার-সহ ছয় পুণ্যার্থীর ৷

দুর্ঘটনাগ্রস্থ গাড়ি 
দুর্ঘটনাগ্রস্থ গাড়ি 
শিলিগুড়ি: শ্রাবণের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে গিয়ে পথ দুর্ঘটনার কবলে পুণ্যার্থীরা৷ কাঁধে বাঁক নিয়ে যাওয়ার সময় চার চাকার একটি গাড়ি পুণ্যার্থীদের ধাক্কা মারে ৷ ঘটনায় মৃত্যু হয় এক সিভিক ভলান্টিয়ার-সহ ছয় পুণ্যার্থীর ৷ সোমবার সাতসকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কের উপর বাগডোগরার মুনি চা বাগানের পাশে হাওদিজোতে ৷
এই দুর্ঘঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃত ও আহতদের স্থানীয়দের সহযোগিতায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন বাগডোগরার তারবান্ধার বাসিন্দা সিভিক ভলান্টিয়ার প্রহ্লাদ রায়(২৮), গোকুলজোতের বাসিন্দা গোবিন্দ সিংঘ (২২), অমলেশ চৌধুরী (২০), কনক বর্মন (২২), প্রণব রায় (২৮), পদকান্ত রায় ।
advertisement
দুর্ঘটনার বিষয়ে এক পুণ্যার্থী হরিপদ বর্মণ বলেন,”গ্রাম থেকে একসঙ্গে আমরা জংলি বাবার মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম ৷ সেই সময় পিছন থেকে চার চাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর পুণ্যার্থীদের ধাক্কা মারে । ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে আরও এক জনের মৃত্যু হয়। আহতরা হাসপাতেলে চিকৎসাধীন”।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারি সভাধিপতি রোমা রেশমি এক্কা । তিনি বলেন,”খুবই মর্মান্তিক ঘটনা । ৬ জন প্রাণ হারিয়েছেন । তাঁদের মধ্যে একজন বাদে প্রত্যেকেই মহকুমার বাসিন্দা। সিকিম নম্বরের একটি গাড়ি ধাক্কা মেরেছে। আমরা নিহতদের পরিবারের পাশে রয়েছি ।” এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাও ।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Accident: ভয়ঙ্কর! 'বাবা'র কাছে যাওয়ার পথেই সব শেষ! মুহূর্তে মৃত্যু ৬ জনের, চারিদিকে রক্ত আর গোঙানি
Next Article
advertisement
'বন্ধু, রহো সাথে...' চোখের ঈশারাতেই ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু 'কথা' দিয়ে 'কথা' রেখেছেন উত্তম-উজ্জ্বলা
'বন্ধু, রহো সাথে..' চোখের ঈশারায় ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু কথা দিয়ে কথা রেখেছেন দম্পতি
  • ২৩ বছর ধরে কথা না বলেও ইশারায় সংসার চালাচ্ছেন উত্তম ও উজ্জ্বলা

  • শিলিগুড়িতে চা-বিস্কুট বিক্রি করে

  • প্রেম ও পাশে থাকার এ এক অনন্য নজির

VIEW MORE
advertisement
advertisement