এ বিষয়ে এলাকার বাসিন্দারা বলেন, প্রায় এক বছর হতে চলল এই সেতু ভেঙে গিয়েছে। তারা প্রশাসনের বিভিন্ন দফতরে বারংবার জানিয়েছেন। কিন্তু তাতে কোনও সমস্যার সমাধান মেলেনি। সেতু মেরামত এক বছরেও হয়নি। আর এই ভরা বর্ষায় তাদের যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে খুবই সমস্যার মধ্যে রয়েছেন তারা। দ্রুত এই সেতু তৈরির দাবি করেছেন গ্রামবাসীরা।
advertisement
বর্ষার জলে ফুলে-ফেঁপে উঠেছে নদী। যাতায়াতের একমাত্র মাধ্যম ভেলা। জীবনের ঝুঁকি নিয়ে ওই ভেলাতেই অসুস্থ মানুষেরা স্বাস্থ্য কেন্দ্রে, শিক্ষার্থীরা বিদ্যালয়ে পৌঁছায়। তবে বৃষ্টিতে ভেলা চলাচলও প্রায়শই বন্ধ থাকছে। তাই যাতায়াত প্রায় বন্ধ হয়ে গিয়েছে। ২০-টি গ্রামের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু। গত বছর সেপ্টেম্বরে এই সেতু ভেঙ্গে যায়।
তারপর থেকে অনেকেই এই ব্রিজ পরিদর্শন করে গিয়েছেন তবুও সেতু মেরামত হয়নি বলে অভিযোগ গ্ৰামবাসীদের। এই সেতু যাতে দ্রুত সংস্কার হয় সেই দাবি জানিয়েছেন তারা। সেতু সংস্কার না হলে যাতায়াতের সমস্যা থেকে মুক্তি পাবেন না প্রায় ২০ টি গ্ৰামের কয়েক হাজার মানুষ।
শর্মিষ্ঠা ব্যানার্জি





