TRENDING:

Purulia News: এক বছরেও তৈরি হল না চাকা নদীর সেতু! দুর্ভোগে ২০ টি গ্ৰামের মানুষ

Last Updated:

২০ টি গ্রামের যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু, সেই সেতুর করুণ দশা, কবে হবে এই সেতু মেরামত!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: বছর ঘুরতে চলল, বদল হয়েছে অনেক কিছুর। কিন্তু এই এক বছরেও সংস্কার হল না পুরুলিয়ার মানবাজার এক নং ব্লকের বামনি মাঝিহিড়া অঞ্চলের অন্তর্গত কদমা গ্রামের চাকা নদীর সেতু। টানা এক বছর ধরে ভেঙে পড়ে রয়েছে এই সেতু। আর এতেই চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন প্রায় ২০-টি গ্রামের মানুষজন।
advertisement

এ বিষয়ে এলাকার বাসিন্দারা বলেন, প্রায় এক বছর হতে চলল এই সেতু ভেঙে গিয়েছে। তারা প্রশাসনের বিভিন্ন দফতরে বারংবার জানিয়েছেন। কিন্তু তাতে কোনও সমস্যার সমাধান মেলেনি। সেতু মেরামত এক বছরেও হয়নি। আর এই ভরা বর্ষায় তাদের যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে খুবই সমস্যার মধ্যে রয়েছেন তারা। দ্রুত এই সেতু তৈরির দাবি করেছেন গ্রামবাসীরা।

advertisement

আরও পড়ুন: ‘কেন মিথ্যা বলছেন? ‘এক্সকিউজ’…আরজি কর দুর্নীতি বিচারের প্রথম দিনেই ধাক্কা! CBI কে তুমুল ভর্ৎসনা বিচারকের! থমকে গেল বিচার

বর্ষার জলে ফুলে-ফেঁপে উঠেছে নদী। যাতায়াতের একমাত্র মাধ্যম ভেলা। জীবনের ঝুঁকি নিয়ে ওই ভেলাতেই অসুস্থ মানুষেরা স্বাস্থ্য কেন্দ্রে, শিক্ষার্থীরা বিদ্যালয়ে পৌঁছায়। তবে বৃষ্টিতে ভেলা চলাচলও প্রায়শই বন্ধ থাকছে। তাই যাতায়াত প্রায় বন্ধ হয়ে গিয়েছে। ২০-টি গ্রামের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু। গত বছর সেপ্টেম্বরে এই সেতু ভেঙ্গে যায়।

advertisement

View More

আরও পড়ুন: অক্ষয়, অজয়ের সঙ্গে সুপারহিট সিনেমায় অভিনয়! অভিনেতা এখন ওয়াচম‍্যান, বাসের টিকিট কেনারও টাকা নেই? কে এই অভিনেতা জানেন

তারপর থেকে অনেকেই এই ব্রিজ পরিদর্শন করে গিয়েছেন তবুও সেতু মেরামত হয়নি বলে অভিযোগ গ্ৰামবাসীদের। এই সেতু যাতে দ্রুত সংস্কার হয় সেই দাবি জানিয়েছেন তারা। সেতু সংস্কার না হলে যাতায়াতের সমস্যা থেকে মুক্তি পাবেন না প্রায় ২০ টি গ্ৰামের কয়েক হাজার মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিন বদলে দিল ব্যবসার ভাগ্য, প্রোডাক্ট তৈরি হচ্ছে ঝড়ের গতিতে! মুনাফা দ্বিগুণ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: এক বছরেও তৈরি হল না চাকা নদীর সেতু! দুর্ভোগে ২০ টি গ্ৰামের মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল