
Suvendu adhikari on minor vote: দক্ষিণ দিনাজপুর: গঙ্গারামপুরের সভা থেকে বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপির শুভেন্দু অধিকারী৷ সেই সভায় দাঁড়িয়ে তিনি বলেন, সংখ্যালঘু ভোট চায় না বলেনি বিজেপি৷ অন্যদিকে শুভেন্দুর কথার উত্তরে তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষের দাবি প্রত্যাখ্যাত হয়েই সুর বদল শুভেন্দুর৷ এদিকে বিজেপির বিজয় সংকল্প সভা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে৷ তৃণমূল পরিচালিত গঙ্গারামপুর পুরসভা ওই সভার অনুমতি দিলেও পুলিশ অনুমতি দেয়নি বিজেপিকে৷ শনিবার এই সভা হওয়ার আগে থেকেই এই নিয়ে সরগরম ছিল সব মহল৷ সভার ২৪ ঘণ্টা আগে পুলিশের অনুমতি না-মেলায় ক্ষোভ ছিল বিজেপির অন্দরে৷ (Watch bangla news video)
Last Updated: Oct 26, 2025, 00:07 ISTelectoralsearch.eci.gov.in -এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
Last Updated: Dec 16, 2025, 17:31 ISTমঙ্গলবার কংগ্রেস সাংসদ ভামসি গাদ্দাম 'RG' লেখা একটি বিশেষ বাইকে সংসদে পৌঁছেছিলেন। তিনি বলেন যে তিনি সংসদে যে বাইকটি চালিয়ে গেছেন তা একটি বৈদ্যুতিক ব্যাটারি চালিত ক্যাফে রেসার-অনুপ্রাণিত বাইক যার নাম 'অ্যাটম বাইক'।
Last Updated: Dec 16, 2025, 16:21 ISTবহু দিনের প্রস্তুতি শেষে ফাইবারের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বিশাল মূর্তিটি গভীর রাতে ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় নির্দিষ্ট স্থানে। জানা গিয়েছে, শিল্পী মন্টি পালের উদ্যোগে নির্মিত হয়েছে এই অভূতপূর্ব মেসি মূর্তি
Last Updated: Dec 12, 2025, 00:00 ISTবরফের সাদা চাদরে ঢাকল রোহতাং, দেখুন ভিডিও
Last Updated: Dec 09, 2025, 20:18 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: Dec 05, 2025, 00:22 IST