TRENDING:

Brick Price Downfall: গরমে হঠাৎ কমেছে ইটের দাম, বাড়ি তৈরি করলে এই সুযোগ

Last Updated:

Brick Price Downfall: গরম পড়তেই ইটভাটায় শ্রমিকের সঙ্কট দেখা দিয়েছে। তার উপর সামনেই রয়েছে ঝড়-বৃষ্টির মরশুম। এমন অবস্থায় ভাটার মালিকরা অসুবিধায় পড়েছেন। বর্ষার আগে কাজ শেষ করতে না পারলে অনেক ইট নষ্ট হতে পারে বলে আশঙ্কা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: গরমে হঠাৎই ইটের দাম নিম্নমুখী। ১০ টাকা থেকে কমে ৯ টাকা, আবার কিছু জায়গায় আরো কমে ৮ টাকাতেও মিলছে ইট। প্রবল গরমে অনেক ইটভাটাতে কাজ বন্ধ। যেখানে কাজ হচ্ছে সেখানেও সকাল ৯ টা-১০ টার পর কাজ বন্ধ করে দিতে হচ্ছে। আবার বিকেলের পর কিছু জায়গায় ঘণ্টাখানেকের জন্য কাজ করছেন শ্রমিকরা।
advertisement

এদিকে গরম পড়তেই ইটভাটায় শ্রমিকের সঙ্কট দেখা দিয়েছে। তার উপর সামনেই রয়েছে ঝড়-বৃষ্টির মরশুম। এমন অবস্থায় ভাটার মালিকরা অসুবিধায় পড়েছেন। বর্ষার আগে কাজ শেষ করতে না পারলে অনেক ইট নষ্ট হতে পারে বলে আশঙ্কা। ফলে অনেকে কাঁচা ইট চাপা দিয়ে রেখেছেন। তার উপর যে সমস্ত ইট পোড়ানো হয়েছে সেগুলিও দ্রুত বিক্রি করে দিতে হবে। বর্ষার আগে এই কাজ শেষ করতে না পারলে একাধিক সমস্যা হবে‌। ফলে দাম কমিয়ে ইট ছেড়ে দিতে চাইছেন ভাটা মালিকরা।

advertisement

আর‌ও পড়ুন: ট্রেন ফেরানোর দাবিতে গরম উপেক্ষা করে মিছিল

এদিকে দাম কমালেও ইটের তেমন চাহিদা নেই। ইমারত দ্রব্যের ব্যবসায়ী বা সাধারণ মানুষ সেভাবে ইট কিনছে না। এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা জানিয়েছেন, দ্রুত অবস্থা না বদলালে চলতি বছর তাঁদের বিরাট লোকসানের মুখে পড়তে হতে পারে।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

নবাব মল্লিক

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Brick Price Downfall: গরমে হঠাৎ কমেছে ইটের দাম, বাড়ি তৈরি করলে এই সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল