Rail Protest: ট্রেন ফেরানোর দাবিতে গরম উপেক্ষা করে মিছিল
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Rail Protest: আমঘাটা পর্যন্ত রেললাইন ন্যারোগেজ থেকে ব্রডগেজ রূপান্তরিত হয়েছে। শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে চলার অপেক্ষায় সেই ট্রেন। কিন্তু পরিষেবা নবদ্বীপ ঘাট স্টেশন পর্যন্ত সম্প্রসারণের দাবি তোলা হয়েছে
নদিয়া: রেল ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রতিবাদ মিছিল নবদ্বীপ ঘাট স্টেশনে। নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের চাপে ফেলতে ট্রেনের ফেরানোর দাবিতে প্রতিবাদ মিছিল স্থানীয় বাসিন্দাদের। ১৪ বছর আগে নবদ্বীপ ঘাট স্টেশনে বন্ধ হওয়া রেল ফিরিয়ে দেওয়ার দাবি তুলে বিক্ষোভে শামিল হলেন স্থানীয় বাসিন্দারা। নবদ্বীপ ঘাট রেলস্টেশন থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেন চালুর দাবি তুলে এক পদযাত্রায় শামিল হল ভাগীরথীর পূর্ব পাড়ের সাধারণ মানুষ। এদিনের রেল ফিরিয়ে দেওয়ার আন্দোলনে শামিল হয়েছিল অসংখ্য মহিলা সহ সমাজের সর্বস্তরের মানুষ। জাতি ধর্ম এমনকি দলমত নির্বিশেষে সমস্ত মানুষ পা মেলান প্রতিবাদ মিছিলে।
আরও পড়ুন: প্রচারে বিরতি নিয়ে রাজবাড়ির পুজোয় ‘রানি মা’
ইতিমধ্যেই আমঘাটা পর্যন্ত রেললাইন ন্যারোগেজ থেকে ব্রডগেজ রূপান্তরিত হয়েছে। শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে চলার অপেক্ষায় সেই ট্রেন। পরবর্তী নবদ্বীপ ঘাট স্টেশন পর্যন্ত ট্রেন চালুর দাবি নিয়েই এদিনের বিক্ষোভ কর্মসূচি পালন করে নবদ্বীপ ঘাট রেলস্টেশন বাঁচাও কমিটি।
advertisement
উল্লেখ্য প্রায় ১৪ বছর আগে শেষবারের মত ট্রেন চলেছিল নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুর পর্যন্ত। সেটা ছিল ন্যারোগেজ ট্রেন। ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত করার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ব্রিটিশ আমলে চালু হওয়া এই ন্যারোগেজ অর্থাৎ ছোট ট্রেনের পরিষেবা। বেশ কিছু টালবাহানার পরে প্রায় ১৪ বছর পর ওই রুটে ফের ট্রেন চলাচলের জন্য ব্যবস্থা করা হয় ব্রডগেজ লাইনের। তবে আপাতত শুধু আমঘাটা স্টেশন পর্যন্তই চালু করা হবে। ইতিমধ্যে সেই লাইনে পরীক্ষামূলক ট্রেন চালানো সম্পন্ন হয়েছে। আর এতেই হবে ক্ষুব্ধ স্বরূপগঞ্জ ঘাট এলাকার মানুষজনেরা। তাঁরা চান আমঘাটা থেকে লাইন টেনে এনে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল পরিষেবা চালু হোক।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2024 8:45 PM IST