স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে দোকান মালিকদের এলাকার লোকেরা ফোন করে জানায় তাদের দোকানের দরজা ভাঙা রয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে দোকান মালিকরা পৌঁছলে দেখেন তাঁদের মাথায় হাত পড়ে যায়।
আরও পড়ুন- ধ্বংসের মুখে অমূল্য ইতিহাস! লালগোলা রাজবাড়ি পর্যটনকেন্দ্র না হয়ে অবলুপ্তির পথে
কারও দোকানের তালা ভাঙা, কারও দোকানের আবার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছে দুষ্কৃতীরা। দোকানের ক্যাশ বাক্স থেকে সমস্ত টাকা নিয়ে পালিয়েছে চোরের দল।
advertisement
স্থানীয়দের অভিযোগ, এলাকায় এই ধরনের দুষ্কৃতিকার উপদ্রব ক্রমেই বেড়ে চলেছে। তাই নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার ব্যবসায়ীরা।
এই বিষয়ে এক দোকানদার জানান, গতকাল রাত দশটা পর্যন্ত তিনি দোকানে ছিলেন। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। সকাল বেলা তাঁদের ফোন করে জানানো হয়, দোকান ভাঙা রয়েছে।
আরও পড়ুন- ডেঙ্গিতে ৫ দিনে জ্বর না কমলে মৃত্যুও হয়! কীভাবে বাঁচবেন বলে দিলেন ডাক্তার, জানুন
সেখানে গিয়ে দোকান মালিক দেখতে পান, তাঁর দোকানের দরজা ভেঙে ভিতর থেকে টাকা পয়সা ও দোকানের না বিক্রি হওয়া বেশ কিছু লটারি টিকিট নিয়েই চম্পট দিয়েছে চোর। এরপর থেকেই দুশ্চিন্তার ভাঁজ এলাকার ব্যবসায়ীদের কপালে।
রাহী হালদার