রবীন্দ্রনাথের নাটক ও নাট্য প্রযোজনা ও তাঁর পরবর্তী নাট্যকার শম্ভু মিত্র সহ বিশিষ্টদের নাট্য প্রযোজনা সংক্রান্ত এই গ্রন্থ৷ রয়েছে প্রায় ১০ বছরের ১০ টি প্রবন্ধ। যেগুলি কবি শঙ্খ ঘোষ, প্রভাত মুখোপাধ্যায়, দেবতোষ ঘোষ, দেবাশিষ মজুমদার প্রমুখদের সম্পাদিত পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারই নাট্য সংকলন প্রকাশিত হল এদিনএক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
advertisement
আরও পড়ুন : কখনও তিনি অনুব্রত মণ্ডল, কখনও বা মুকুল-মদন! বীরভূমের সাজিদকে চেনেন? চমকে যাবেন
প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে অনুষ্ঠানেরসূচনা হয়। এরপরে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশ করেন শিল্পী তথা সঙ্গীত ভবনের অধ্যাপিকা অর্পিতা দত্ত,অধ্যাপিকা মানিনী মুখোপাধ্যায় ও বাংলাদেশের পড়ুয়া রিপন সরকার ওরফে বগা তালেব। নতুন প্রকাশিত এই বইটি পড়তে আগ্রহ দেখা যায়বিশ্বভারতীর পড়ুয়াদের মধ্যে।
আরও পড়ুন : নিজের সৃষ্টিকে সুরক্ষিত রাখতে টোটো চালানো শিখছেন মহিলা পুলিশকর্মী
লেখক ও প্রকাশকে শুভেচ্ছা জানান আশ্রমিক সুপ্রিয় ঠাকুর সহ অন্যান্য অতিথিরা ৷ প্রকাশক শুভ নাথ বলেন, এই গ্রন্থে নাটক সংক্রান্ত খুঁটিনাটি তুলে ধরেছেন লেখক ৷
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এটি আগামী প্রজন্ম,নাট্য শিল্পী ও পড়ুয়াদের কাজে লাগবে বলে আশা প্রকাশ করেন বই এর লেখক।
সৌভিক রায়