বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ আধিকারিক ও কাউন্সিলরদের নিয়ে নৌকায় চেপে জলবন্দি এলাকা পরিদর্শনে নামেন। দুর্গতদের হাতে চাল, ডাল, আলু, সয়াবিন, ডিম সহ প্রায় এক সপ্তাহের খাদ্য সামগ্রী তুলে দেন। পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই ১৪টি ত্রাণ শিবির চালু করা হয়েছে। সেখানেও বহু মানুষ আশ্রয় নিয়েছেন। পৌর প্রধান জানান বনগাঁ এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষ এখন জলবন্দি অবস্থায়।
advertisement
আরও পড়ুন : শান্তিনিকেতনের হস্তশিল্প এখন আসানসোলে, ৫ টাকায় হোমমেড চকলেট! একবার না গেলে মিস করবেন
শিবিরে খাওয়ার ব্যবস্থার পাশাপাশি এদিন প্রায় সাতশ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন দেখা যায় নদীতে নৌকার মধ্যে ত্রাণ সামগ্রী নিয়ে এলাকায় এলাকায় ঘুরে জল বন্দি মানুষদের হাতে এই সব ত্রাণ সামগ্রী তুলে দিতে। জলবন্দী এলাকার মানুষজন জানান দুর্বিষহ পরিস্থিতির মধ্যেই রয়েছেন তারা। জলের কারণে ঘা ও জ্বরের প্রকোপও দেখা দিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখন কত দিনে এই পরিস্থিতি বদলাবে, তা বুঝে উঠতে পারছেন না কেউই। প্রশাসনের তরফ থেকে ত্রাণ সামগ্রী মেলায় কিছুটা হলেও যেন স্বস্তি এই অসহায় মানুষদের। পরিস্থিতির উপর প্রশাসনের তরফ থেকে নজর রাখা হয়েছে বলেও জানা গিয়েছে। তবে ইছামতি সংস্কার না হওয়ার কারণেই এমন জল যন্ত্রণা বলছেন এলাকার মানুষজন।