TRENDING:

দুর্বিষহ প্লাবন, ইছামতিতে নৌকায় ভেসে গেল ত্রাণ! হাঁফ ছেড়ে বাঁচলেন দুর্গতরা

Last Updated:

নৌকায় ত্রাণ সামগ্রী বিলি। ইছামতিতে ভেসে জলবন্দী মানুষদের কাছে এভাবেই পৌঁছল খাবার!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: টানা চলা বৃষ্টির জেরে নতুন করে প্লাবিত হয়েছে সীমান্ত শহর বনগাঁর বিস্তীর্ণ এলাকা। এদিন সকালে রোদ উঠতেই, বিস্তীর্ণ এলাকার জলবন্দী আটকে পড়া মানুষদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ দেখা গেল বনগাঁ পৌরসভার পৌর প্রধান সহ আধিকারিকদের মধ্যে। ইছামতি-তে নৌকা নিয়েই ত্রাণ সামগ্রী নদী সংলগ্ন জলমগ্ন এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছে দিলেন প্রশাসনিক আধিকারিকেরা।
advertisement

বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ আধিকারিক ও কাউন্সিলরদের নিয়ে নৌকায় চেপে জলবন্দি এলাকা পরিদর্শনে নামেন। দুর্গতদের হাতে চাল, ডাল, আলু, সয়াবিন, ডিম সহ প্রায় এক সপ্তাহের খাদ্য সামগ্রী তুলে দেন। পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই ১৪টি ত্রাণ শিবির চালু করা হয়েছে। সেখানেও বহু মানুষ আশ্রয় নিয়েছেন। পৌর প্রধান জানান বনগাঁ এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষ এখন জলবন্দি অবস্থায়।

advertisement

আরও পড়ুন : শান্তিনিকেতনের হস্তশিল্প এখন আসানসোলে, ৫ টাকায় হোমমেড চকলেট! একবার না গেলে মিস করবেন

শিবিরে খাওয়ার ব্যবস্থার পাশাপাশি এদিন প্রায় সাতশ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন দেখা যায় নদীতে নৌকার মধ্যে ত্রাণ সামগ্রী নিয়ে এলাকায় এলাকায় ঘুরে জল বন্দি মানুষদের হাতে এই সব ত্রাণ সামগ্রী তুলে দিতে। জলবন্দী এলাকার মানুষজন জানান দুর্বিষহ পরিস্থিতির মধ্যেই রয়েছেন তারা। জলের কারণে ঘা ও জ্বরের প্রকোপও দেখা দিয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এখন কত দিনে এই পরিস্থিতি বদলাবে, তা বুঝে উঠতে পারছেন না কেউই। প্রশাসনের তরফ থেকে ত্রাণ সামগ্রী মেলায় কিছুটা হলেও যেন স্বস্তি এই অসহায় মানুষদের। পরিস্থিতির উপর প্রশাসনের তরফ থেকে নজর রাখা হয়েছে বলেও জানা গিয়েছে। তবে ইছামতি সংস্কার না হওয়ার কারণেই এমন জল যন্ত্রণা বলছেন এলাকার মানুষজন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্বিষহ প্লাবন, ইছামতিতে নৌকায় ভেসে গেল ত্রাণ! হাঁফ ছেড়ে বাঁচলেন দুর্গতরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল