অসচেতনতার চরম নজির! নিষেধাজ্ঞার বোর্ড লাগানো, 'থোড়াই কেয়ার' মনোভাব নিয়ে পুজোর সামগ্রী ফেলা হচ্ছে গঙ্গায়
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Durga Puja 2025 : উৎসব শেষে মানুষের অসচেতন মনোভাব। গঙ্গা দূষণ নিয়ে চোখের সামনে সতর্কবার্তার বোর্ড, অথচ নির্দেশিকা মানার বালাই নেই।
চুঁচুড়া, হুগলি, সোমনাথ ঘোষ : ‘গঙ্গায় ফুল, বেলপাতা, পুজা সামগ্রী ফেলবেন না’। বড় বড় অক্ষরে লেখা গঙ্গা ঘাটে। তারপরও দেখা গেল ফুল, মালা, বেলপাতা, পুজো সামগ্রী তো বটেই, প্রতিমার কাঠামো, খড়, দড়ি ভাসছে জলে। উৎসবের আনন্দে মানুষের চূড়ান্ত অসচেতন মনোভাব ধরা পড়েছে।
হুগলি চুঁচুড়া পুরসভার বেশ কয়েকটি গঙ্গার ঘাটে দশমী থেকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন। অন্নপূর্ণা ঘাটে হাইড্রা মেশিন দিয়ে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করেছে পুরসভা। বড় বড় প্রতিমা দড়ি বেঁধে হাইড্রায় ঝুলিয়ে গঙ্গায় নামানো হচ্ছে। এরপর জল দিয়ে প্রতিমা ধুয়ে কাঠামো উপরে তুলে রাখা হচ্ছে।
আরও পড়ুন : ফ্যানবেস দেখলে মাথা ঘুরবে, মুগ্ধ প্রসেনজিৎ, শিলাজিত! খুদে মাতিয়ে দিচ্ছে সমাজমাধ্যম, ভিডিও দিলেই ভাইরাল
advertisement
advertisement
কিন্তু যে ঘাটে হাইড্রা নেই, সেই ঘাটগুলিতে প্রতিমা নামিয়ে মাটি ধুয়ে খড় কাঠামো তোলা হয়নি। ফলে গঙ্গায় পড়ে রয়েছে কাঠামোগুলি। রঙ গলে জলে মিশছে। এতে গঙ্গায় দূষণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। পাশাপাশি অপচনশীল পুজোর সামগ্রী নির্দিষ্ট জায়গায় না ফেলার ফলে দূষণ বাড়ছে।
advertisement
যদিও পুরসভা সূত্রে জানা গিয়েছে, অনেক রাত পর্যন্ত বিসর্জন হয়েছে। তাই সব ঘাটে কাঠামো তোলা যায়নি। এদিন শুক্রবারও বিসর্জন চলবে। তারপর পুরসভার কর্মীরা ধীরে ধীরে সব কাঠামো তুলে নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে রাখবেন। ফলে দূষণ নিয়্ত্রণ করা সম্ভব হবে। তবে দূষণ রুখতে সাধারণ মানুষের সচেতন হওয়া প্রয়োজনীয় বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Hugli-Chinsurah (Hugli-Chuchura),Hugli,West Bengal
First Published :
October 03, 2025 7:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অসচেতনতার চরম নজির! নিষেধাজ্ঞার বোর্ড লাগানো, 'থোড়াই কেয়ার' মনোভাব নিয়ে পুজোর সামগ্রী ফেলা হচ্ছে গঙ্গায়