স্থানীয় সূত্রের খবর, ভোরের বেলা দিকে হঠাৎ দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়। হঠাৎ টর্নেডোর মত পাক খাওয়া ঝড় বয়ে যায়। ভেঙে যায় নারুয়া শান্তির মাঠ এলাকার একটি পুজো কমিটির মন্ডপ। আশেপাশে থাকা বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে ইটের দেওয়াল। বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে হাওয়ার দাপটে।
আরও পড়ুন : ফ্যানবেস দেখলে মাথা ঘুরবে, মুগ্ধ প্রসেনজিৎ, শিলাজিত! খুদে মাতিয়ে দিচ্ছে সমাজমাধ্যম, ভিডিও দিলেই ভাইরাল
advertisement
স্থানীয়দের কথায় জানা গিয়েছে, বড় বড় আম গাছের ডাল ভেঙে পড়েছে বাড়ির উপরে। তারা আরও বলেন, কয়েক মিনিটের এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার মানুষের। তবে কেউ হতাহত হয়নি। কিন্তু বিভিন্ন মানুষের নানাভাবে ক্ষতি হয়েছে। পুজোর পরেই এই ক্ষতির ফলে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন : কোথায় বিষাদ, কোথায় দুঃখ! এখানে তো সবে শুরু! দশমীতে বিদায় নয়, বরং বোধন হয় দেবীর
অন্যদিকে কয়েক মিনিটের এই ঝড়ে একটি মন্ডপ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। কয়েক মিনিটের ঝড়ে ভেঙে পড়েছে একটি মন্ড। যদিও ওই মন্ডপের প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছিল। শুধু মন্ডপটি দাঁড়িয়ে ছিল। কিন্তু কয়েক মিনিটের ঝড়ে সেটা ভেঙে পড়েছে। ফলে ওই জায়গায় কেউ থাকলে বড় দুর্ঘটনা হতে পারত বলেই আশঙ্কা করছেন অনেকে।