মাত্র কয়েক সেকেন্ডের ঝড়, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্ডপ! পুজোর উচ্ছ্বাস শেষেই ক্ষতির পাহাড়

Last Updated:

Hoogly Storm : মাত্র কয়েক সেকেন্ডের ঝড়বৃষ্টি। আর তাতেই লণ্ডভণ্ড চন্দননগরের নারুয়া শান্তিরমাঠ এলাকা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্ডপ। ক্ষতি হয়েছে বহু মানুষের।

ঝড়ে নষ্ট হয়েছে ঘরের কাঠামো।
ঝড়ে নষ্ট হয়েছে ঘরের কাঠামো।
চন্দননগর, হুগলি, সোমনাথ ঘোষ : মাত্র কয়েক সেকেন্ডের ঝড়বৃষ্টি। আর তাতেই লণ্ডভণ্ড চন্দননগরের নারুয়া শান্তিরমাঠ এলাকা। কয়েক সেকেন্ডের ঝড়ে ভেঙে গিয়েছে পুজো মন্ডপ থেকে বাড়ির চাল, আমগাছের ডাল।মন্ডপে লাগানো ঝাড় ভেঙে পড়েছে। শুক্রবার মাত্র কয়েক সেকেন্ডের দমকা ঝড়ে তছনছ হয়েছে সবকিছু।
স্থানীয় সূত্রের খবর, ভোরের বেলা দিকে হঠাৎ দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়। হঠাৎ টর্নেডোর মত পাক খাওয়া ঝড় বয়ে যায়। ভেঙে যায় নারুয়া শান্তির মাঠ এলাকার একটি পুজো কমিটির মন্ডপ। আশেপাশে থাকা বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে ইটের দেওয়াল। বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে হাওয়ার দাপটে।
advertisement
advertisement
স্থানীয়দের কথায় জানা গিয়েছে, বড় বড় আম গাছের ডাল ভেঙে পড়েছে বাড়ির উপরে। তারা আরও বলেন, কয়েক মিনিটের এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার মানুষের। তবে কেউ হতাহত হয়নি। কিন্তু বিভিন্ন মানুষের নানাভাবে ক্ষতি হয়েছে। পুজোর পরেই এই ক্ষতির ফলে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ।
advertisement
অন্যদিকে কয়েক মিনিটের এই ঝড়ে একটি মন্ডপ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। কয়েক মিনিটের ঝড়ে ভেঙে পড়েছে একটি মন্ড। যদিও ওই মন্ডপের প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছিল। শুধু মন্ডপটি দাঁড়িয়ে ছিল। কিন্তু কয়েক মিনিটের ঝড়ে সেটা ভেঙে পড়েছে। ফলে ওই জায়গায় কেউ থাকলে বড় দুর্ঘটনা হতে পারত বলেই আশঙ্কা করছেন অনেকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাত্র কয়েক সেকেন্ডের ঝড়, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্ডপ! পুজোর উচ্ছ্বাস শেষেই ক্ষতির পাহাড়
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement