TRENDING:

North 24 Parganas News : গেট খুলেই মাথায় হাত! বাড়ি থেকে উধাও সোনা, ক্যামেরা, ল্যাপটপ! ভরসন্ধ্যায় চুরি হেলেঞ্চায়

Last Updated:

North 24 Parganas News : হেলেঞ্চায় ভর সন্ধ্যায় চুরি। ল্যাপটপ, ক্যামেরা, সোনার গয়না নিয়ে চম্পট দিল চোর। তদন্তে নেমেছে বাগদা থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনগাঁ, উত্তর ২৪ পরগণা, অনিরুদ্ধ কির্তনীয়া : বাগদার পুরাতন হেলেঞ্চায় ভর সন্ধ্যায় চুরি। ল্যাপটপ, ক্যামেরা, সোনার গয়না নিয়ে চম্পট দিল চোর। তদন্তে নেমেছে বাগদা থানার পুলিশ। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার পুরাতন হেলেঞ্চা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী পরিমল বিশ্বাসের স্ত্রী সেপু বিশ্বাস সন্ধ্যায় বাড়ি থেকে হেলেঞ্চা বাজারে এসেছিল নিজেদের দোকানে।
তছনছ করা হয়েছে আলমারি
তছনছ করা হয়েছে আলমারি
advertisement

আর সেই সুযোগে বাড়ি ফাঁকা করে দিয়েছে দুষ্কৃতীরা। রাতে বাড়ি ফিরে বাড়ির গেটের তালা খুলে তিনি দেখতে পান ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামাকাপড়। ভাঙ্গা হয়েছে একাধিক আলমারির লকার। ল্যাপটপ , ক্যামেরা সহ সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোর। যা দেখে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর মাথায়।

আরও পড়ুন : কী চাষ করলে লাভবান হবেন? এবার চিন্তার দিন শেষ, ‘এই’ ডিভাইস করবে কামাল! SMS’এ মিলবে সব তথ্য

advertisement

এরপরেই খবর দেওয়া হয় বাগদা থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো গ্রামে। ভর সন্ধ্যায় এরকম চুরি আগে কখনও হয়নি বলে জানাচ্ছে গ্রামের বাসিন্দারা। তবে এমন ঘটনার পরে এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা।

আরও পড়ুন : জলের দরে মিলছে খাট, আলমারি, শোকেশ! কাঠের মেলা থেকে খালি হাতে ফিরছেন না কেউ! কোথায় গেলে পাবেন এই অফার?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে হুবহু...! মেদিনীপুরের নতুন আকর্ষণ 'এই' ব্রিজ, দেখেই থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা
আরও দেখুন

অন্যদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এলাকার সিসিটিভি দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। তবে এি ঘটনার পরে এলাকার মানুষ নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News : গেট খুলেই মাথায় হাত! বাড়ি থেকে উধাও সোনা, ক্যামেরা, ল্যাপটপ! ভরসন্ধ্যায় চুরি হেলেঞ্চায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল