বোলপুর শান্তিনিকেতনের এখন অন্যতম আকর্ষণ এই দক্ষিণ হাওয়া। এটি শুধুমাত্র একটি বাংলো বাড়ি নয় বরং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন। দক্ষিণ হাওয়া তার বিভিন্ন ধরনের ফুল,ফল এবং গাছের সমাহারে পর্যটকদের মনমুগ্ধ করে। দূর দূরান্ত থেকে বহু পর্যটক এখানে ছুটে আসেন যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার অনুভব উপলব্ধি করতে।
advertisement
গাছগুলির মাঝে খুঁজে পাওয়া যায়, নানান ধরনের রঙিন ফুল।গরমের আবহাওয়ায় শান্তির অনুভূতি এবং বৃষ্টির দিনে এক বিশেষ আমেজ। বীরভূমের এটি এমন এক স্থান যেখানে সৌন্দর্য প্রকৃতি একসঙ্গে অনুভব করা যায়। দূর দুরান্ত থেকে আগত পর্যটকেরা এখানে এসে ছবি ক্যামেরা বন্দি করছেন।তবে একটি বিশেষ বিষয়ে সবাইকে সতর্ক করা হয় দক্ষিণ হাওয়ার ভেতরে প্রবেশের কোনও অনুমতি নেই।
আর গেট থেকে ভেতরে হাত ভরে কেউ যদি ফুল তোলেন বা ফুল গাছে হাত দেন তাহলে কড়া শাস্তি পেতে হবে। বাড়িটি একটি অভ্যন্তরীণ শান্তির প্রতীক। এবং এর বাহ্যিক সৌন্দর্যই পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণ। এই বাংলো বাড়িটি যেন এক চিলতে ফুলের উপত্যকা ক্ষীরাই।যেখানে শুধু বাইরের সৌন্দর্যই নয় গভীর প্রশান্তি এবং নিরিবিলি পরিবেশও অনুভব করা যায়। বাংলোর মালিক মূলত বাইরে থাকেন তবে গাছগুলির পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের জন্য বাড়ির মালিক নিয়মিত একটি মোটা অংকের অর্থ প্রদান করেন।
এর পাশাপাশি বাড়ির কর্মীরা এই স্থানটির যত্ন নিয়ে থাকেন। যাতে এটি সর্বদা তার প্রকৃতিক রূপে অপূর্ব হয়ে ওঠে। দক্ষিণ হাওয়া বোলপুরের অন্যতম পর্যটক আকর্ষণ হিসেবে পরিচিত এবং স্থানীয়দের কাছে এটি গর্ভের বিষয়। তাই এবার বোলপুর গেলে অবশ্যই ঘুরে আসুন এই জায়গা থেকে। বিভিন্ন ধরনের গাছের সুবাসে কাটিয়ে নিতে পারবেন বেশ কিছুটা সময়।
সৌভিক রায়