TRENDING:

Bolpur Tourism: একদিনের জন্য বোলপুর গিয়ে এই 'ফুলের বাড়ি' একদম মিস করবেন না! জেনে নিন কোথায়?

Last Updated:

বোলপুর যাচ্ছেন অথচ এই বাড়ি যাচ্ছেন না,তাহলে কিন্তু বোলপুর ভ্রমণ আপনার একদম বৃথা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বিভিন্ন ধরনের ফুলের সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের নানান আবেগ।আর ফুল কার না ভাল লাগে বলুন তো? বাড়ির অল্প একটু উঠোনেই বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়ে থাকেন ফুল প্রেমী মানুষেরা। রজনীগন্ধা,চন্দ্রমল্লিকা,গোলাপ, গাঁদা,থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুলের সমাহারে ফুটে ওঠে বাড়ির বাগান। তেমনই ফুলে-ফলে ভরে উঠেছে বীরভূমের কবিগুরুর শান্তিনিকেতনের দক্ষিণ হাওয়ার বাংলো।কী নেই সেই বাগানে! রয়েছে শতাধিক প্রজাতির চন্দ্রমল্লিকা, ৩০-৪০ প্রজাতির কাগজ ফুল।সব মিলিয়ে সংখ্যাটা প্রায় কয়েকশো।
advertisement

বোলপুর শান্তিনিকেতনের এখন অন্যতম আকর্ষণ এই দক্ষিণ হাওয়া। এটি শুধুমাত্র একটি বাংলো বাড়ি নয় বরং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন। দক্ষিণ হাওয়া তার বিভিন্ন ধরনের ফুল,ফল এবং গাছের সমাহারে পর্যটকদের মনমুগ্ধ করে। দূর দূরান্ত থেকে বহু পর্যটক এখানে ছুটে আসেন যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার অনুভব উপলব্ধি করতে।

আরও পড়ুনWhite Hair Black: কম বয়সে পাকছে চুল? বাবা রামদেবের সহজ ৫টি উপায় সাদা চুল রং করার খাটনি-খরচ দুইই বন্ধ হবে, আজীবন ঘন-কালো চুল থাকবে মাথায়

advertisement

গাছগুলির মাঝে খুঁজে পাওয়া যায়, নানান ধরনের রঙিন ফুল।গরমের আবহাওয়ায় শান্তির অনুভূতি এবং বৃষ্টির দিনে এক বিশেষ আমেজ। বীরভূমের এটি এমন এক স্থান যেখানে সৌন্দর্য প্রকৃতি একসঙ্গে অনুভব করা যায়। দূর দুরান্ত থেকে আগত পর্যটকেরা এখানে এসে ছবি ক্যামেরা বন্দি করছেন।তবে একটি বিশেষ বিষয়ে সবাইকে সতর্ক করা হয় দক্ষিণ হাওয়ার ভেতরে প্রবেশের কোনও অনুমতি নেই।

advertisement

View More

আর গেট থেকে ভেতরে হাত ভরে কেউ যদি ফুল তোলেন বা ফুল গাছে হাত দেন তাহলে কড়া শাস্তি পেতে হবে। বাড়িটি একটি অভ্যন্তরীণ শান্তির প্রতীক। এবং এর বাহ্যিক সৌন্দর্যই পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণ। এই বাংলো বাড়িটি যেন এক চিলতে ফুলের উপত্যকা ক্ষীরাই।যেখানে শুধু বাইরের সৌন্দর্যই নয় গভীর প্রশান্তি এবং নিরিবিলি পরিবেশও অনুভব করা যায়। বাংলোর মালিক মূলত বাইরে থাকেন তবে গাছগুলির পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের জন্য বাড়ির মালিক নিয়মিত একটি মোটা অংকের অর্থ প্রদান করেন।

advertisement

আরও পড়ুনRekha House: ১০০ কোটির রেখার বাড়ির সামনে কে কার হাত ধরে রয়েছেন?sea facing এই বাংলো কেন এত জনপ্রিয়?

এর পাশাপাশি বাড়ির কর্মীরা এই স্থানটির যত্ন নিয়ে থাকেন। যাতে এটি সর্বদা তার প্রকৃতিক রূপে অপূর্ব হয়ে ওঠে। দক্ষিণ হাওয়া বোলপুরের অন্যতম পর্যটক আকর্ষণ হিসেবে পরিচিত এবং স্থানীয়দের কাছে এটি গর্ভের বিষয়। তাই এবার বোলপুর গেলে অবশ্যই ঘুরে আসুন এই জায়গা থেকে। বিভিন্ন ধরনের গাছের সুবাসে কাটিয়ে নিতে পারবেন বেশ কিছুটা সময়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

 সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bolpur Tourism: একদিনের জন্য বোলপুর গিয়ে এই 'ফুলের বাড়ি' একদম মিস করবেন না! জেনে নিন কোথায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল