আরও পড়ুন: ধেয়ে আসছে ভয়ঙ্কর ‘অশনি’…! এখনই উঠবে বিরাট ঝড়-তুফান! বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি
জোয়ারের ঢেউয়ের তলিয়ে যায় সন্দীপ গন্ড( ২৪) নামে এক যুবক। এরপর ওই যুবকের সঙ্গে থাকা আত্মীয় ও বন্ধু-বান্ধবেরা সাহায্যের জন্য চিৎকার শুরু করে। পুণ্যার্থীদের চিৎকারে সাহায্যের জন্য ছুটে আসে স্থানীয় মৎস্যজীবীরা ও এলাকার মানুষজন। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে দৈত্যাকার ঢেউ সন্দীপকে টেনে নিয়ে গিয়েছে সাগরের গভীর জলে।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকেরা। শুরু হয় তল্লাশি। সমুদ্রে নামানো হয় স্পিডবোট, ডুবুরি।
advertisement
আরও পড়ুন: সন্ধ্যে হতেই পড়ছে লম্বা লাইন, সংসারে সুখ-সমৃদ্ধির জন্য যা করছেন মহিলারা…,আপনিও কি করছেন
বৃহস্পতিবার থেকে শুক্রবার টানা দুদিন খোঁজাখুঁজি করার পর বিকেল পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। অবশেষে শুক্রবার গভীর রাতে সাগর বিধানসভার ধবলাহাট অঞ্চলের বসন্তপুর এলাকায় নদীর তীর থেকে উত্তরপ্রদেশের ওই নিখোঁজ পুণ্যার্থীর দেহ উদ্ধার করে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে কাকদ্বীপ মর্গে পাঠিয়েছে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। এ বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, শ্রাবণ মাসের শ্রাবণী মেলা উপলক্ষে গঙ্গাসাগরে বহু ভিন্ন রাজ্যের পুণ্যার্থীরা এসে ভিড় জমায়। উত্তর প্রদেশ থেকে ৩০ জনের একটি দল গঙ্গাসাগরে এসেছিল কপিলমুনির মন্দিরে পুজো দেওয়ার জন্য।