এই নৌকা বাইচ হল একটি বহু প্রাচীন প্রতিযোগিতা। এটি আসলে নদীতে নৌকা চালনোর প্রতিযোগিতা। একদল মাঝি নিয়ে এক একটি দল গঠিত হয়। এমন অনেকগুলো দলের মধ্যে নৌকা দৌড় বা নৌকা চালানোর প্রতিযোগিতা চলে।
advertisement
ক্লাবের সদস্যরা জানান, “এই এলাকায় ক্রিকেট ও ফুটবল খেলার মাঠ নেই, এই এলাকা নদী কেন্দ্রিক এলাকা তাই আমরা ভৈরব নদীতে জল কমার সঙ্গে সঙ্গে নৌকা বাইচের প্রতিযোগিতা করে এলাকার মানুষজনদের মনোরঞ্জন করার চেষ্টা করেছি। আজকের এই প্রতিযোগিতায় ভৌরব নদীতে এলাকার ১৩টি দল অংশগ্রহণ করে। এই খেলায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদেরকে ক্লাবের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় আলমারি ও প্রেসার কুকার। এই ডিঙ্গা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই ধারে ভিড় জমিয়ে ছিল এলাকার মানুষজনেরা। এই ডিঙ্গা বাইচ প্রতিযোগিতা ঘিরে এলাকায় অস্থায়ী মেলার আয়োজন করা হয়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোক সভার সাংসদ আবু তাহের খান, বহরমপুর সদর হেডকোয়ার্টার ডিএসপি তমাল কুমার বিশ্বাস, হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়, মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস , পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ আহাতাব উদ্দিন শেখ, পঞ্চায়েত সমিতির সদস্য মোমিনুল হাসান, ক্লাবের সভাপতি মোমিনুল হাসান-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।





