কথায় আছে ‘রাখে হরি মারে কে’। আর সেই ঘটনা ঘটল এবার কাঁথির সমুদ্রে। উত্তাল ঢেউয়ের মাঝে পড়েও প্রাণ বাঁচল আটজন জেলে মাঝির। প্রায় ১০ ঘণ্টা চেষ্টা চালিয়ে উত্তাল সমুদ্র থেকে উদ্ধার করা হয় ওই জেলে মাঝিদের। তাদের উদ্ধার করে পূর্ব মেদিনীপুর জেলার একটি মৎস্যজীবীদের নৌকো। ডুবে যাওয়া নৌকোর আট জনই সম্পূর্ণ সুস্থ। স্থলপথে তাঁরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে।
advertisement
জানা যায় মাছ দক্ষিণ ২৪ পরগনার সাগর থেকে ইলিশ মাছ ধরার জন্য আটজনের জেলে মাঝিদের একটি নৌকো সমুদ্রে যায়। ধরার সময়ই নৌকো ফুটো করে জল ঢোকে নৌকাতে। উত্তাল সমুদ্রের উল্টে যায় নৌকোটি। নৌকাতে থাকা থার্মোকল ভেসে গেলে তাতেই দড়ি বেঁধে ভাসতে থাকে ওই আট জন। প্রায় ১০ ঘণ্টা এভাবেই উত্তাল সমুদ্রের মাঝে তাঁরা ভেসে থাকে।
সমুদ্রে দিক নির্ণয়ের জন্য ভাসমান বয়া ধরে কোনরকমে রাত পার করে ডুবে যাওয়া নৌকোর মৎস্যজীবীরা। পরে পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের পেটুয়াঘাট মৎস্য বন্দর থেকে মাছ শিকারে যাওয়া একটি নৌকো উত্তাল সমুদ্র থেকে তাদের উদ্ধার করে।
আরও পড়ুন : দাম তো কমছে, স্বাদ ‘ভ্যানিশ’ ইলিশের… মন খারাপ বাঙালির! কবে ঢুকবে পদ্মার ইলিশ বাংলায়?
প্রসঙ্গত প্রতিবছর বর্ষার সময় সমুদ্রে মাছ শিকারে যাওয়া নৌকো ও ট্রলারডুবির ঘটনা ঘটে। চলতি মরশুমে মাছ ধরে ফেরার সময় দিঘা মোহনার কাছে একটি ট্রলার ডুবে যায়। সেই যাত্রায় প্রাণে বেঁচে ফেরে ট্রলারে থাকা মৎস্যজীবীরা। এবারও সমুদ্রে মাছ শিকারে থাকা নৌকোডুবির ঘটনায় মৎস্যজীবীদের প্রাণ বাঁচল অন্য একটি মৎস্যজীবী নৌকার জেলে মাঝিদের তৎপরতায়।
সৈকত শী