Viral Video: ১৫ মিনিটে হাড়হিম অপারেশন...! কী ভাবে 'তুলে নিয়ে' যাওয়া হল 'জয়ী' প্রার্থীদের? দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Sanjukta Sarkar
- Written by:Sanhyik Ghosh
Last Updated:
Viral Video: বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ কয়েকটি গাড়ি এসে থামে বাড়ির সামনে। তারা ভাড়াটেদের সঙ্গে কিছু কথা বলার পরেই বাড়িতে থাকা প্রত্যেকেই সেই অবস্থাতেই গাড়িতে উঠে চলে যান। মাত্র ১৫ মিনিটে শেষ হয় অপারেশন।
কলকাতা: পঞ্চসায়র থানা এলাকার সোনালি পার্ক এলাকায় বাড়ি বাপ্পা ঘোষের। গত ২৩ তারিখ তাঁর এক পরিচিতের মাধ্যমে কয়েকজন তাঁর কাছে এসে বাড়ির ফাঁকা নিচতলাটি কয়েকদিনের জন্য ভাড়া চান। তাঁদের দাবি ছিল একটি বিয়েবাড়িতে যোগদান করতেই তাঁরা এসেছেন শহরে। পরিচিত মারফত আসায় বাড়ি ভাড়াও দিয়ে দেন বাপ্পাবাবু। গত ২৫ তারিখ থেকে প্রায় ১০-১২ জন মহিলা পুরুষ এবং শিশু-সহ তাঁরা ভাড়া থাকতে শুরু করেন বাড়িটিতে।
বাড়ির মালিকের দাবি বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ কয়েকটি গাড়ি এসে থামে বাড়ির সামনে। তারা ভাড়াটেদের সঙ্গে কিছু কথা বলার পরেই বাড়িতে থাকা প্রত্যেকেই সেই অবস্থাতেই গাড়িতে উঠে চলে যান। মাত্র ১৫ মিনিটে শেষ হয় অপারেশন। আকস্মিকভাবে এই ঘটনা ঘটায় কি ঘটছে বুঝতে পারেননি বাড়ির মালিক-সহ পাড়া-প্রতিবেশী কেউই। কী কারণে তারা চলে গেলেন, আঁচ করতে পারেননি কেউ। শুধুমাত্র রান্নার কাজে নিযুক্ত যে দুই ব্যক্তি বাড়িতে তখনও ছিলেন, তারা জানান গ্রামের কোনও অশান্তির কারণেই তাদের নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
advertisement
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসেন বর্ষীয়ান বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। বাড়ির মালিক তখন জানতে পারেন পঞ্চায়েত ভোটের জয়ী কয়েকজন প্রার্থী পরিচয় গোপন করে তার বাড়িতে ভাড়া ছিলেন। বোর্ড গঠন করার জন্য তাদেরকে জোরপূর্বক আগ্নেয়াস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই অভিযোগ থানায় দায়ের করেন কান্তি গঙ্গোপাধ্যায়। গোটা ঘটনাকে ঘিরে স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
advertisement
দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের মোট আসন ১৫ টি। তৃণমূল কংগ্রেস জয় পায় ৪টিতে। সিপিআইএম পায় ৩টি। বিজেপি ৬টি ও নির্দল পায় ২ টি আসন। তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠনের জন্য জোর করে বিরোধীদের চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ বিরোধীদের। সেই চাপের ভয়ে মাথা নত না করে মঙ্গলবার রাতে পঞ্চসায়র থানা এলাকার ওই ভাড়াবাড়িতে আশ্রয় নেয় শাসক বিরোধী জয়ী প্রার্থীরা।
advertisement
বৃহস্পতিবার রাতে সেই বাড়িটি থেকেই বিজেপির তিন জয়ী প্রার্থী ও এক বাম সমর্থিত নির্দল জয়ী প্রার্থীকে অপহরণ করে তৃণমূল। এমনটিই অভিযোগ শাসক বিরোধী সব পক্ষের। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2023 3:57 PM IST