তাঁর কথায়, ''বিজেপি কখনও সাম্প্রদায়িক নয়, বিজেপি সবার জন্য।'' শুভেন্দু অধিকারীর পরামর্শ মেনেই যে তাঁর বিজেপিতে আসা, অধিকারী পরিবারের জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে সেকথাও জানান তিনি।
আরও পড়ুন: এক কামড়েই সব শেষ! মৃত্যু চার বছরের শিশুকন্যার, ঘরের মধ্যেই লুকিয়ে ছিল বিষাক্ত ঘাতক
শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে শিশির অধিকারীকে গান শোনানোর জন্যই তিনি বুধবার শান্তিকুঞ্জে আসেন। সেই গানের আসরে শিশির অধিকারীকে পিতৃতুল্য বলে সম্বোধন করেন বিজেপি বিধায়ক। বলেন, ''আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি মানুষের যে ভালোবাসা, মানুষের যে আশা সেটাই পূর্ণ করবেন। পরিবর্তনের সাথে সাথে অধিকারী পরিবারেরও যেন বিরাট জয় হয় সেটা আমি চাই।''
advertisement
আরও পড়ুন: বাড়িতে আসর বসাত বউমা, প্রতিবাদ শাশুড়ির, এরপরই মিলল বৃদ্ধার ঝুলন্ত দেহ
গানের আসরে বসে বিজেপি বিধায়কের দাবি, আগামী দিনে ইতিহাস লেখা হবে অধিকারীদের নামে।