TRENDING:

Horrific Bus Accident: পরিবারের সঙ্গে গঙ্গাসাগরে স্নানে এসেছিলেন, বর্ধমানের বাস দুর্ঘটনায় BJP যুব মোর্চার সভাপতির মর্মান্তিক মৃত্যু

Last Updated:

Horrific Bus Accident: বর্ধমানের পথ-দুর্ঘটনায় প্রাণ হারালেন বিহারের মতিহার জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি, জানালেন বর্ধমান জেলা বিজেপির যুব মোর্চার জেনারেল সেক্রেটারি। ফাগুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের, আহত ৪০ জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান, সায়নী সরকার: বর্ধমানের পথ-দুর্ঘটনায় প্রাণ হারালেন বিহারের মতিহার জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি, জানালেন বর্ধমান জেলা বিজেপির যুব মোর্চার জেনারেল সেক্রেটারি। ফাগুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের, আহত ৪০ জন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিহারের মোতিহারের একই পরিবারের সাতজন ছিলেন বাসে। পরিবারের এক সদস্য সোনাম কুমারী জানান, বাসে তিনি-সহ পরিবারের সাতজন এবং তাঁর মাসি, মেসো ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাবা নরেশ পাশওয়ান ও দাদুর পুনদেব পাশওয়ানের। দুই ভাই, মা, ঠাকুমা, মাসি ও মেসো চিকিৎসাধীন বর্ধমান মেডিকেলে। ঘটনায় তিনিও অল্পবিস্তার আহত হয়েছেন।
 বাসের ছবি
 বাসের ছবি
advertisement

বিহারের চিরাইয়া থানার লালবেগিয়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ কুমারের পরিবারের পাঁচজন ছিলেন বাসে। দুর্ঘটনা মৃত্যু হয় বিশ্বজিৎ কুমারের ছোট ভাই অমরজিৎ কুমার ও মা মীরা দেবীর। স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে দুর্গাপুরের দিকে যাওয়ার পথে একটি বেসরকারি যাত্রীবাহী বাস একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। জানা গিয়েছে, যাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা। গঙ্গাসাগরের স্নান সেরে ফিরছিলেন তারা। পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

advertisement

আরও পড়ুনঃ হাত-পায়ের নখে মাঝে মধ্যেই সাদা দাগ হচ্ছে? শুধুই ক্যালসিয়ামের অভাব নয়, চিকিৎসকরা বলেছেন ‘এটি’ও হতে পারে কারণ, সাবধান হন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪৫ জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, ভলভো বাসের সঙ্গে একটি ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়, খুবই দুঃখজনক ঘটনা। যারা আহত ছিল তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় চিকিৎসার জন্য।

advertisement

View More

আরও পড়ুনঃ কলকাতার কাছেই ‘ভার্জিন’ এই সমুদ্র সৈকত! কিন্তু আজও খোঁজ পাননি ৯০% মানুষই, চলতি ছুটিতে গাড়ি থাকলে ঘুরে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

প্রত্যক্ষদর্শী জিয়াউর রহমান জানান, স্বাধীনতা দিবসের দিন একটা দুঃখের দিনে পরিণত হবে আমরা ভাবতে পারিনি। পুন্যার্থী বোঝাই একটি গাড়ি আসানসোলের দিকে যাচ্ছিল ঠিক ফাগুপুর এবং ফেরিঘাটের মধ্যবর্তী এলাকায় একটি লরি দাঁড়িয়েছিল। পুন্যার্থী বোঝাই গাড়িটি সজরে গিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা লরির পিছনে। অপর প্রত্যক্ষদর্শী সেখ আজিজুল হক বলেন, একটি ১২ চাকা গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়েছিল, তারকেশ্বর থেকে বাসটা আসছিল জল ঢেলে, সম্ভবত ড্রাইভার ঘুমিয়ে গাড়িটি এসে দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কা মারে। কয়েকজন মারা যায়, বেশ কয়েকজন আহত হয়।বাসটি বিহারের দিকে যাচ্ছিল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Horrific Bus Accident: পরিবারের সঙ্গে গঙ্গাসাগরে স্নানে এসেছিলেন, বর্ধমানের বাস দুর্ঘটনায় BJP যুব মোর্চার সভাপতির মর্মান্তিক মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল