West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ) Check LIVE
বর্তমান সময়ে রাজ্য রাজনীতির এপি সেন্টার নন্দীগ্রাম! কারণ এই নন্দীগ্রাম বিধানসভা থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর থেকে শাসক বিরোধী উভয় দলের কাছে নন্দীগ্রাম প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে।
advertisement
আরও পড়ুনঃ তীব্র দাবদাহে ঘরে ১ মিনিটেই মিলবে সম্পূর্ণ স্বস্তি! কীভাবে জানলে অবাক হবেন
আরও পড়ুনঃ সাইক্লোনের প্রভাব পড়বে বাংলায়? কবে থেকে শুরু বর্ষার বৃষ্টি? রইল সর্বশেষ আপডেট
এই নন্দীগ্রামে শাসক বিরোধী উভয় উভয়কে টেক্কা দিতে মরিয়া। তাই পঞ্চায়েত ভোট ঘোষণার পরের দিনই মনোনয়নপত্র জমা দিল রাজ্যের প্রধান বিরোধী দল অর্থাৎ বিজেপির প্রার্থীরা। জেলায় নন্দীগ্রাম দিয়েই প্রথম মনোনয়নপত্র জমার কাজ শুরু হল। বিজেপির জেলা নেতাদের সূত্রে জানা যায় এ দিন বেশ কিছু প্রার্থী মনোনয়ন জমা দিল বাকিরা সোমবার মনোনয়ন জমা দেবে।
এ দিন বিজেপি প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সঙ্গে মন্দিরে পুজো দিয়ে ঢাক ঢোল সহকারে ব্লক অফিসে আসেন মনোনয়ন পত্র জমা দিতে। গত বিধানসভা ভোটের মতোই নন্দীগ্রাম থেকেই পঞ্চায়েত ভোটের দামামা বাজলো। সামনে আবারও একটা পঞ্চায়েত ভোট। এ বার মানুষের ভোট কোন পক্ষে যাবে তা ফলাফলে জানা যাবে। কিন্তু রাজ্যের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় ২০০৮ সালে দিকে দিকে পঞ্চায়েত নির্বাচনে পরিবর্তনের ঢেউ শুরু হয়েছিল নন্দীগ্রাম দিয়েই। ফলে ভোট এলেই রাজ্য রাজনীতির এপি সেন্টার হয়ে ওঠে নন্দীগ্রাম।
Saikat Shee