IMD Weather Alert|| সাইক্লোনের প্রভাব পড়বে বাংলায়? কবে থেকে শুরু বর্ষার বৃষ্টি? রইল সর্বশেষ আপডেট

Last Updated:
IMD Weather Alert: তাপপ্রবাহ রুদ্রমূর্তি ধারণ করেছে বাঁকুড়া জেলায়। স্বস্তির নিঃশ্বাস কবে মিলবে সেই প্রশ্নের উত্তর খুঁজছে সাধারণ মানুষ। রবিবার হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত...
1/9
*তাপপ্রবাহ রুদ্রমূর্তি ধারণ করেছে বাঁকুড়া জেলায়। স্বস্তির নিঃশ্বাস কবে মিলবে সেই প্রশ্নের উত্তর খুঁজছে সাধারণ মানুষ। রবিবার হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এমনটাই বলছে পূর্বাভাস। প্রতিবেদনঃ নীলাঞ্জন ব্যানার্জী। ফাইল ছবি। 
*তাপপ্রবাহ রুদ্রমূর্তি ধারণ করেছে বাঁকুড়া জেলায়। স্বস্তির নিঃশ্বাস কবে মিলবে সেই প্রশ্নের উত্তর খুঁজছে সাধারণ মানুষ। রবিবার হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এমনটাই বলছে পূর্বাভাস। প্রতিবেদনঃ নীলাঞ্জন ব্যানার্জী। ফাইল ছবি। 
advertisement
2/9
*আজ শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১-৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ভোরবেলা থেকেই আকাশ পরিষ্কার ছিল বাঁকুড়া জেলায় এবং অব্যাহত সূর্যের তাণ্ডব। কার্যত সূর্যের তাপে রাস্তাঘাট গরম হয়ে ছড়াচ্ছে তাপ। কাপড় দিয়ে চোখ মুখ ঢেকে কালো চশমা পরেও মিলছে না রেহাই। ফাইল ছবি। 
*আজ শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১-৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ভোরবেলা থেকেই আকাশ পরিষ্কার ছিল বাঁকুড়া জেলায় এবং অব্যাহত সূর্যের তাণ্ডব। কার্যত সূর্যের তাপে রাস্তাঘাট গরম হয়ে ছড়াচ্ছে তাপ। কাপড় দিয়ে চোখ মুখ ঢেকে কালো চশমা পরেও মিলছে না রেহাই। ফাইল ছবি। 
advertisement
3/9
*পানীয় জলের কলের সামনে জমেছে ভিড়। এক চিলতে ছাওয়া খুঁজে নিতে সমস্যা হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পথ পশুদের। তৃতীয় দফায় গরম পড়েছে বাঁকুড়া জেলায় এবং প্রচন্ড গরমের ধারা অব্যাহত। ফাইল ছবি। 
*পানীয় জলের কলের সামনে জমেছে ভিড়। এক চিলতে ছাওয়া খুঁজে নিতে সমস্যা হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পথ পশুদের। তৃতীয় দফায় গরম পড়েছে বাঁকুড়া জেলায় এবং প্রচন্ড গরমের ধারা অব্যাহত। ফাইল ছবি। 
advertisement
4/9
*প্রথমে শুষ্ক গরম পরলেও বর্তমানে বায়ুতে রয়েছে পর্যাপ্ত আদ্রতা। যে কারণে ঘাম আকারে বেরিয়ে যাচ্ছে শরীরের জল। বিশেষজ্ঞরা পরিশ্রুত পানীয় জল নিয়ে ঘর থেকে বের হতে উপদেশ দিচ্ছেন। ফাইল ছবি। 
*প্রথমে শুষ্ক গরম পরলেও বর্তমানে বায়ুতে রয়েছে পর্যাপ্ত আদ্রতা। যে কারণে ঘাম আকারে বেরিয়ে যাচ্ছে শরীরের জল। বিশেষজ্ঞরা পরিশ্রুত পানীয় জল নিয়ে ঘর থেকে বের হতে উপদেশ দিচ্ছেন। ফাইল ছবি। 
advertisement
5/9
*শনিবার একই রকম থাকবে। তবে রবিবার হতে পারে গ্রীষ্মের ছন্দপতন। এ দিন সূর্যোদয় হয় ভোর ৪ঃ৫৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ঃ২৬ মিনিটে। ফাইল ছবি। 
*শনিবার একই রকম থাকবে। তবে রবিবার হতে পারে গ্রীষ্মের ছন্দপতন। এ দিন সূর্যোদয় হয় ভোর ৪ঃ৫৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ঃ২৬ মিনিটে। ফাইল ছবি। 
advertisement
6/9
*বাঁকুড়ার বায়ুমণ্ডলে প্রবেশ করবে উচ্চ পরিমাণের অতিবেগুনি রশ্মি। বায়ুতে আর্দ্রতার পরিমাণ থাকবে ৩৪ শতাংশ। উত্তর থেকে দক্ষিনে ৮ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে গরম বাতাস। বাঁকুড়ার বায়ুর গুনগতমান আজ মাঝারি রকমের দূষিত। বৃষ্টিপাত হলে বায়ুর গুনগত মানের উন্নতি হবে বলে জানা যাচ্ছে। ফাইল ছবি। 
*বাঁকুড়ার বায়ুমণ্ডলে প্রবেশ করবে উচ্চ পরিমাণের অতিবেগুনি রশ্মি। বায়ুতে আর্দ্রতার পরিমাণ থাকবে ৩৪ শতাংশ। উত্তর থেকে দক্ষিনে ৮ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে গরম বাতাস। বাঁকুড়ার বায়ুর গুনগতমান আজ মাঝারি রকমের দূষিত। বৃষ্টিপাত হলে বায়ুর গুনগত মানের উন্নতি হবে বলে জানা যাচ্ছে। ফাইল ছবি। 
advertisement
7/9
*প্রতিবছর গরমের জন্য বেগ পেতে হয় বাঁকুড়ার সাধারণ মানুষকে। বাঁকুড়া ট্র্যাক রেকর্ড অনুযায়ী এ বছরও সেই একই অবস্থা। নিমেষেই তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ৪০ ডিগ্রির কাছাকাছি। ফাইল ছবি। 
*প্রতিবছর গরমের জন্য বেগ পেতে হয় বাঁকুড়ার সাধারণ মানুষকে। বাঁকুড়া ট্র্যাক রেকর্ড অনুযায়ী এ বছরও সেই একই অবস্থা। নিমেষেই তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ৪০ ডিগ্রির কাছাকাছি। ফাইল ছবি। 
advertisement
8/9
*সকাল থেকে অনুভূত হচ্ছে সূর্যের তাপ। বেলা বাড়লে উচ্চ গতিতে .মোটরসাইকেল বা সাইকেল নিয়ে যাতায়াত করলে অনুভূত হচ্ছে গরম হাওয়া। প্রতিবার গরম বাড়লে রক্ষাকর্তা বৃষ্টির আবির্ভাব হয়েছে। আগামী বৃষ্টিপাতের আগে এই গরমের তৃতীয় অধ্যায়টি কতটা লম্বা হয় সেটাই এখন দেখার। ফাইল ছবি।
*সকাল থেকে অনুভূত হচ্ছে সূর্যের তাপ। বেলা বাড়লে উচ্চ গতিতে .মোটরসাইকেল বা সাইকেল নিয়ে যাতায়াত করলে অনুভূত হচ্ছে গরম হাওয়া। প্রতিবার গরম বাড়লে রক্ষাকর্তা বৃষ্টির আবির্ভাব হয়েছে। আগামী বৃষ্টিপাতের আগে এই গরমের তৃতীয় অধ্যায়টি কতটা লম্বা হয় সেটাই এখন দেখার। ফাইল ছবি।
advertisement
9/9
*প্রসঙ্গত, কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের ঘোষণা করে, বৃহস্পতিবারই ভারতের মৌসম বিভাগ জানিয়ে দিয়েছে কেরলের অবশিষ্ট অংশ, তামিলনাড়ুর আরও কিছু অংশ, কর্ণাটকের কিছু অংশ এবং উত্তর-পূর্ব রাজ্যগুলিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা ঢুকছে। পরিস্থিতি আরও অনুকূল হতে চলেছে আগামী দু'দিনে। শুরু হতে চলেছে বর্ষার বৃষ্টি। ফাইল ছবি।
*প্রসঙ্গত, কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের ঘোষণা করে, বৃহস্পতিবারই ভারতের মৌসম বিভাগ জানিয়ে দিয়েছে কেরলের অবশিষ্ট অংশ, তামিলনাড়ুর আরও কিছু অংশ, কর্ণাটকের কিছু অংশ এবং উত্তর-পূর্ব রাজ্যগুলিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা ঢুকছে। পরিস্থিতি আরও অনুকূল হতে চলেছে আগামী দু'দিনে। শুরু হতে চলেছে বর্ষার বৃষ্টি। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement