Summer Tips|| তীব্র দাবদাহে ঘরে ১ মিনিটেই মিলবে সম্পূর্ণ স্বস্তি! কীভাবে জানলে অবাক হবেন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
গ্রাম বাংলার হাতে বোনা শীতল পাটি আজও ব্যাপকভাবে প্রচলিত গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য। শীতলপাটি শীতল ছোঁয়ায় মুহূর্তে গরমের রেশ উধাও হতে পারে।
কোচবিহার: গরম পড়তেই হাহাকার শুরু হয়ে যায় মানুষের মধ্যে। সামান্য স্বস্তির খোঁজে কেউ চালায় ফ্যান আবার কেউ চালায় এসি। তবে পুরনো সময়ের গ্রাম বাংলার ঐতিহ্যকে টেক্কা দিতে পারেনি কোনও আধুনিকতার ছোঁয়া। হ্যাঁ, ঠিক ভাবছেন। শীতল পার্টির কথাই বলা হচ্ছে। গ্রাম বাংলার হাতে বোনা শীতল পাটি আজও ব্যাপকভাবে প্রচলিত গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য।
শীতলপাটি শীতল ছোঁয়ায় মুহূর্তে গরমের রেশ উধাও হতে পারে। গ্রাম বাংলার বেশ কিছু দক্ষ কারিগরেরা এই শীতল পাটি তৈরি করে চলেছেন প্রতিনিয়ত। আজও গ্রাম বাংলার বিভিন্ন হাটে বেশ ভালো চাহিদা দেখতে পাওয়া যায় এই শীতল পাটির। গরমের এই পাটির বিক্রি বাড়ে বেশ অনেকটা।
আরও পড়ুনঃ ট্র্যাকে কাজ চলবে ১০ ঘণ্টা, বাতিল বহু দূরপাল্লা-লোকাল ট্রেন, গতিপথ বদল একাধিক ট্রেন
কোচবিহারের ধলুয়াবাড়ি এলাকায় বেশ কিছু মানুষ এই পেশার সাথে জড়িত। এদের মধ্যে নামে এক ব্যক্তি জানান, “এই শীতল পাটি তৈরি করা একেবারেই সহজ কাজ নয়। কষ্টসাধ্য পরিশ্রমের মাধ্যমে এক একটি শীতল পাটি তৈরি করা হয়। প্রথমে ভাল মানের বেত গাছ থেকে ছাল ছাড়িয়ে নিয়ে রোদে শুঁকিয়ে নিতে হয়। তারপর জলে ভিজিয়ে আঁশ ছাড়াতে হয়। আঁশ ছাড়ানো সেই ছাল সেদ্ধ করতে ভাতের মাড় ও কিছু অন্যান্য উপকরণের সাথে। তারপর রোদে আবারও শুঁকোতে হয়। মূলত এই কারণেই শীতল পাটির রঙ সাদা হয়ে থাকে। তবে অন্যান্য বিভিন্ন রঙের জন্য রঙ দিয়ে আবার সেদ্ধ করতে হয় সেই ছাল।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ এই মুহূর্তে কোথায় অবস্থান করছে সাইক্লোন বিপর্যয়? কবে আছড়ে পড়বে উপকূলে? জানিয়ে দিল হাওয়া অফিস
বাড়িতে বসে শীতল পাটি বুনতে বুনতে জানান, “এক একটি শীতল পাটি সম্পূর্ন তৈরি করতে প্রায় এক সপ্তাহের মতন সময় লেগে থাকে। তবে পাটির মাপের উপর নির্ভর করে সেই সময়। আর এই পাটির চাহিদা গরম পড়লেই অনেকটা বেড়ে যায়। বিভিন্ন হাটে পাইকারি প্রায় ৭০০ টাকা দাম থেকে শুরু করে ১৫০০ টাকা দামে এইগুলি বিক্রি হয়। আর খুচরো নিলে আরও একটু বেশি দাম পড়ে। তবে এই পাটি বোনার কাজ এনারা করছেন বংশানুক্রমিকভাবে। দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে তাঁদের এই পাটি বোনার কাজ করতে করতে। তবে এই পাটির বাজার ও চাহিদার বিষয় দীর্ঘ সময়ের পরেও পরিবর্তিত হয়নি আজও।”
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 09, 2023 2:53 PM IST