লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ
এদিন তিনি প্রচারে বেরিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে মানুষের সেবা করলেন। এই তীব্র গরমে কর্মী সমর্থকরা কীভাবে সারাদিন চলাফেরা করবেন বা কী খাওয়া দাওয়া করবেন অথবা কী করবেন, করবেন না, সেই বিষয়ের উপরে চিকিৎসক প্রার্থী কর্মী থেকে সাধারণ মানুষকে পরামর্শ দিলেন।
advertisement
এদিন জয়নগর লোকসভা কেন্দ্রে জয়নগর বিধানসভা এলাকার গৌরহাট বাজারে বিভিন্ন কর্মী-সমর্থকদের নিয়ে এদিন এই হাটে দোকানদারদের সঙ্গে জনসংযোগ করে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: ঘরজুড়ে সত্যজিতের ছবি, আমার জন্য মাছের ঝোল আনা… বিদ্যা আমাদের চেয়ে অনেক বেশি বাঙালি: শীর্ষা
তিনি এদিন এই ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষ ও কর্মী সমর্থকদের উদ্দেশে বলেন, ‘‘যেভাবে রাজ্যে খুন সন্ত্রাস লুটেদের শাসন চলছে তাতে সাধারণ মানুষ অতিষ্ঠ। এবং জয়নগর পুরসভা ভোটে শাসক দলের যে ভূমিকা রেখেছে, তাতে মানুষ নিজেরাই জেনে গিয়েছে যে রাজ্যে শাসক দল কীভাবে পরিচালনা করছে।’’ তাই এই সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেতে জয়নগর লোকসভা কেন্দ্রে পদ্মফুল ফোটানো আহ্বান জানান চিকিৎসক বিজেপি প্রার্থী।