পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বহরমপুর কো-অপারেটিভ সোসাইটির ৬৩টি আসনে ভোট গ্রহণ হয়৷ তার মধ্যে ১১টি আসনে লড়েছিল তৃণমূল৷ কিন্তু একটিও আসনে জিততে পারেনি শাসক দল৷ অন্যদিকে বিজেপি জয়ী হয় ৪৩টি আসনে৷ সিপিএম জয়ী হয় ২০টি আসনে৷
আরও পড়ুন: অনুব্রতকে বীরভূমের ‘বাঘ’ বলেছিলেন ফিরহাদ, মুখ খুলে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
advertisement
আগেই এই সমবায় ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিংগভাগ আসনে জয়লাভ করেছিল বিজেপি সিপিএম জোটের পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও কমিটি। এবার বাকি ১১টি আসনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ১১ টি আসনে জয়লাভ করল পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও কমিটি।
পঞ্চায়েত ভোটের আগেই এই সমবায় সমিতির ভোটে বাম-বিজেপি জোটের জয় রাজনৈতিক ভাবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷
আরও পড়ুন: ছয় রাজ্যের উপনির্বাচনে চারটি আসনে জয়, গুজরাত- হিমাচলে ভোটের আগে স্বস্তিতে বিজেপি
নন্দকুমার ব্লকের চকসিমুলা গ্রাম পঞ্চায়েতের বহরমপুর কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচনে মোট আসন ৬৩। তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই ৫২ টি আসনে জয়ী হয় পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও সমিতি। রবিবার ভোট হয় বাকি ১১টি আসনে।
এই ১১টি আসনেও জয়লাভ করে বিজেপি সিপিএম জোট প্রার্থীরা । প্রথমে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মোট ৪৬টি আসনে মনোনয় জমা দিয়েছিলেন৷ তার মধ্যে ভোটের আগেই ৩৫টি আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেয় শাসক দলের প্রার্থীরা। বাকি ১১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। সেই ১১টি আসনেও জয়লাভ করেন সিপিএম- বিজেপি জোট প্রার্থীরা।