সন্ধ্যায় এই কম্বো আইটেম নিয়ে মোমো খেয়ে রাতে ডিনারের জন্য বিরিয়ানিও নিয়ে যেতে পারেন। এই কম্বো অফার আরও একাধিক ফুড আইটেমের জন্য প্রযোজ্য। কিন্তু কোথায় রয়েছে এই রেস্টুরেন্ট? এই অফার পেতে আপনাকে আসতে হবে সাগরে।
আরও পড়ুনঃ সাতসকালে নদী পার করছে দাঁতাল! ঠাকুর না দেখে হাতি দেখতে মানুষের ঢল
advertisement
রেস্টুরেন্টটিও আধুনিকমানের করে গড়ে তোলা রয়েছে। কলকাতার খাবারের স্বাদ গঙ্গাসাগরে পেতে হলে অবশ্যই আসতে হবে এই রেস্তোরাঁয়। এখানে চিকেন বিরিয়ানির দাম মাত্র ৯৯ টাকায়, ৬ পিস চিকেন মোমো মিলছে মাত্র ৩৯ টাকায়। ভেজ, ননভেজ, ইন্ডিয়ান, চাইনিজ, কেএফসি স্ন্যাক্স, কন্টিনেন্টাল খাবার-সহ আরও রকমারি সুস্বাদু খাবার।
সাধারণত খাদ্যরসিকদের পেটুক বলেন অনেকেই। সেজন্য এই রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে পেটুক রেস্টুরেন্ট। তাহলে আর দেরি কিসের, আপনিও যদি খাদ্যরসিকদের মধ্যে পড়েন। তাহলে ঘুরে আসুন এই রেস্টুরেন্ট থেকে।
নবাব মল্লিক