Bangla News: সাতসকালে নদী পার করছে দাঁতাল! ঠাকুর না দেখে হাতি দেখতে মানুষের ঢল

Last Updated:

Elephant Attack: মহাসপ্তমীর সকালে লোকালয়ে প্রবেশ করল বুনো হাতি। ঘটনাটি হ‍্যামিল্টনগঞ্জ সংলগ্ন এলাকার।

বাসরা পাড়ে হাতি
বাসরা পাড়ে হাতি
আলিপুরদুয়ার: মহাসপ্তমীর সকালে লোকালয়ে প্রবেশ করল বুনো হাতি।ঘটনাটি হ‍্যামিল্টনগঞ্জ সংলগ্ন এলাকার। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে প্রবেশ করল হাতি এ দিন সকালে। যদিও আলাদা করে হাতির দল দেখা যায়নি। একটি হাতিকেই নদী পেরতে দেখা গিয়েছে।
হ‍্যামিল্টনগঞ্জের বাসরা নদী সংলগ্ন এলাকায় দেখা যায় হাতিটিকে। তবে হাতিটি লোকালয়ে প্রবেশ করলেও কোনও ক্ষতি করেনি বলে জানা যায়।
আরও পড়ুনঃ সপ্তমীতে নবপত্রিকার স্নান! কী তা, জানেন না অনেকেই! ‘গণেশের বউ’ আসলে কে? রীতি জানলে মুগ্ধ হবেন
গতকাল ছিল মহাষষ্ঠী। সারারাত পুজো দেখে সকালে অনেকেই এই এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। তাদের নজরে আসে বিষয়টি প্রথমে। কিছুক্ষণের মধ্যেই হাতি দেখতে এলাকায় চলে আসেন স্থানীয়রা। কোলাহলের আওয়াজে তা পুণরায় বাসরা নদী পার করে ফিরে যায় জঙ্গলে।
advertisement
advertisement
এ প্রসঙ্গে উল্লেখ্য, প্রায়ই বক্সার জঙ্গল থেকে এই ভাবে লোকালয়ে চলে আসে হাতির দল। হ‍্যামিল্টনগঞ্জ রেঞ্জ সূত্রে জানা গিয়েছে, হাতিটির ওপর নজর রাখছেন তাঁরা।
Annanya Dey
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: সাতসকালে নদী পার করছে দাঁতাল! ঠাকুর না দেখে হাতি দেখতে মানুষের ঢল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement