Durga Puja 2023: সপ্তমীতে নবপত্রিকার স্নান! কী তা, জানেন না অনেকেই! 'গণেশের বউ' আসলে কে? রীতি জানলে মুগ্ধ হবেন
- Reported by:PIYA GUPTA
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Durga Puja 2023: মণ্ডপে মণ্ডপে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সপ্তমীর দিন প্রধান রীতি হল নবপত্রিকা বা কলা বউ স্নান।
উত্তর দিনাজপুর: নবপত্রিকা স্নানের মাধ্যমে দেবীর আরাধনা শুরু। মণ্ডপে মণ্ডপে সেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সপ্তমীর দিন প্রধান রীতি হল নবপত্রিকা বা কলা বউ স্নান। তবে জানেন কি কে এই নবপত্রিকা অর্থাৎ কলা বউ?
বলা হয় নবপত্রিকা আসলে দুর্গারই রূপ। ষষ্ঠীতে বোধনের পর সপ্তমীর সকালে ৯টি গাছের সমন্বয়ে কলা বউ এসে বসে গণেশের পাশে। নবপত্রিকা বলতে এখানে সেই ন’টি গাছের পাতাকে বোঝানো হয়েছে। অনেকে ভাবেন নবপত্রিকা হল শুধু কলাগাছ।
আরও পড়ুনঃ মহাষ্টমীতেই আমূল আবহাওয়া বদল! কোন জেলায় কত বৃষ্টি হবে? রইল সর্বশেষ পূর্বাভাস
কিন্তু সেটা নয় নব পত্রিকায় কলা গাছের সঙ্গে লাগে কচু গাছ, হলুদ গাছ, জয়ন্তী গাছ, বেলগাছ, ডালিম গাছ, অশোকের ডাল, মান কচু , ডালিম, ধান। পরানো হয় লাল পেড়ে শাড়ি। তারপর তাঁকে সিঁদুরের টিপ পরানো হয়।
advertisement
advertisement
নবপত্রিকা বলতে এই ন’টি গাছকে বোঝানো হয়। যেহেতু শাড়ি দিয়ে পাতাগুলি মোড়ানো থাকে তাই শুধু কলা পাতাটি লক্ষ্য করা যায়। এই নবপত্রিকা বাধা হয় হলুদ সুতো অপরাজিতা দিয়ে। সুতো কাঁচা হলুদ দিয়ে রং করে বাঁধা হয় নবপত্রিকার।
পিয়া গুপ্তা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 21, 2023 2:04 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2023: সপ্তমীতে নবপত্রিকার স্নান! কী তা, জানেন না অনেকেই! 'গণেশের বউ' আসলে কে? রীতি জানলে মুগ্ধ হবেন









