TRENDING:

Birbhum Tourism: নলহাটেশ্বরী মন্দিরের কাছেই পর্যটকদের সুবিধের জন্য বিশেষ হোটেল, জানুন বিশদে

Last Updated:

Birbhum Tourism: নলহাটি মন্দির এসে আর না খেয়ে আপনাদের ফিরতে হবে না। মন্দিরের বাইরে চালু হলও নতুন খাবারের ঠিকানা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সৌভিক রায়, বীরভূম: লালমাটির শহর এই বীরভূম।এই বীরভূমে রয়েছে একাধিক রাজবাড়ি থেকে জমিদার বাড়ি। অন্যদিকে ৫১ টি সতীপীঠের মধ্যে অন্যতম পাঁচটি সতীপীঠ।যেগুলি হল দেবী কঙ্কালেশ্বরী দেবী, নলাটেশ্বরী, দেবী নান্দিকেশ্বরী, দেবী ফুল্লরা, দেবী মহিষমর্দিনী।এছাড়াও রয়েছে সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ মন্দির। প্রত্যেকদিন দেশ-বিদেশে বহু পর্যটক তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসেন এবং তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পর তাঁরা ছুটে যান নলহাটির নলহাটেশ্বরী মন্দির।
advertisement

আর সেই নলহাটির মন্দিরে পুজো দেওয়ার পর সেভাবে কোনও খাবার হোটেল পেতেন না পর্যটকেরা।কারণ এতদিন পর্যন্ত নলহাটেশ্বরী মন্দিরের আশেপাশে পাঁচ কিলোমিটারের মধ্যে দুপুরের ভাত খাওয়ার তেমন কোনও হোটেল ছিল না। যদিও নলহাটির মন্দিরে ভোগ খাওয়ার ব্যবস্থা থাকলেও আগে থেকে বুকিং করতে হয়। তবে অনেকেই ভোগের অগ্রিম বুকিং না করতে পারায় কিছু না খেয়েই পুজো দিয়ে ফিরে আসতে হত। আর সেই কথা চিন্তা করেই এবার মন্দিরের বাইরে খোলা হয়েছে একটি খাবারের হোটেল।

advertisement

মূলত নলহাটেশ্বরী মন্দির স্থাপনের পর এই প্রথম মন্দিরের সামনেই খোলা হল এই খাবারের দোকান। যেখানে আপনি ন্যায্য মূল্যে এবং সুন্দর পরিবেশে সকালের লুচি তরকারি থেকে শুরু করে দুপুরে বিভিন্ন ধরনের খাবার পাবেন খুব অল্প দামে।

আরও পড়ুন : কুম্ভমেলার শোভা বাড়াচ্ছে বাংলার গাছ! ১৫০ কোটি টাকার গাছ গিয়েছে বলাগড়ের নার্সারি থেকে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক ক্লিকেই জানবেন কোন ফসলে হবে মোটা লাভ! ‘এই’ ডিভাইস বদলে দেবে ভবিষ্যৎ
আরও দেখুন

মন্দিরে পুজো দিতে আগত এক পর্যটক বলেন বছরে তিনি অন্তত দুই থেকে তিনবার তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পর নলহাটেশ্বরী মন্দিরে পুজো দিতে আসেন। তবে মন্দিরের বাইরে সেইভাবে কোনও ভাল খাবারের হোটেল ছিল না।এই হোটেল খোলাতে অনেকটাই সুবিধা হয়েছে সকলের। তাই এবার যদি আপনি বীরভূমের অন্যতম সতীপীঠ নলহাটেশ্বরী মন্দিরে পুজো দিতে আসেন তাহলে ভোজন নিয়ে আর চিন্তা করতে হবে না।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Tourism: নলহাটেশ্বরী মন্দিরের কাছেই পর্যটকদের সুবিধের জন্য বিশেষ হোটেল, জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল