Birbhum News: ৫১ পীঠের অন্যতম! কালী পুজোর প্রস্তুতি নলহাটেশ্বরী মন্দিরে
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:SOUVIK ROY
Last Updated:
Birbhum News: কালীপুজোর আগেই নলহাটেশ্বরী মন্দিরে প্রস্তুতি শুরু, মাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে পুজোর আয়োজন
বীরভূম: ৫১ পীঠের অন্যতম বীরভূমের নলহাটির নলাটেশ্বরী মন্দির। কথিত আছে, এখানে সতীর গলার নলি পড়েছিল। নলাটেশ্বরী থেকেই এলাকার নাম রাখা হয় নলহাটি। বীরভূমের রামপুরহাট স্টেশন থেকে নেমে মাত্র ১৫ কিলোমিটার দূরেই এই মন্দির অবস্থিত। রামপুরহাট থেকে অটো কিংবা বাসের মাধ্যমে পৌঁছে যাওয়া যায় এই মন্দিরের কাছেই।
নলহাটির মাঝে রয়েছে ছোট্ট জঙ্গলাবৃত অনুচ্চ এক টিলা। তারই এক প্রান্তে দেবী নলাটেশ্বরীর অধিষ্ঠান।বহু সাধকের সাধনার সাক্ষী জঙ্গল ঘেরা এই পাহাড়। এক সময়ে এখানে, সাধারণ মানুষের তেমন আনাগোনা ছিল না। কেবলমাত্র যাতায়াত ছিল বীরাচারী তান্ত্রিকদের। আসতেন কাপালিকরাও।
বছরের অন্যান্য দিন ভক্তদের আনাগোনা থাকলেও মূলত কালীপুজোর সকাল থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই নলহাটেশ্বরী মন্দিরে।কালীপুজোর সকালে মঙ্গলারতি মধ্য দিয়ে মায়ের পুজো শুরু হয়ে থাকে। এরপর শুরু হয় নিত্যপুজো। রাতে ১০৮টি প্রদীপ জ্বালিয়ে মায়ের বিশেষ আরতি হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: Alipurduar News: জঙ্গলের মধ্যে পেটপুজো, এবার রেলের কোচে রেস্তোরাঁ রাজাভাতখাওয়ায়
এরপরে দুপুরবেলায় নিত্য দিনের মতো নলহাটেশ্বরী মন্দিরের মা কালীকে খিচুড়ি সবজি এবং পাঁচ রকম ভাজা দিয়ে ভোগ নিবেদন করা হয়। সকাল থেকেই চলে মায়ের আরাধনা। সন্ধ্যা পেরিয়ে রাত যতই বাড়ে মানুষের ঢল নামে এই মন্দিরে। নিশিরাতে মাকে খিচুড়ি পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের সবজি মিষ্টি পায়েস এবং তার সাথে অত্যন্ত জরুরী শোল মাছ দিয়ে ভোগ নিবেদন করা হয়।
advertisement
সৌভিক রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2023 12:44 AM IST