Alipurduar News: জঙ্গলের মধ্যে পেটপুজো, এবার রেলের কোচে রেস্তোরাঁ রাজাভাতখাওয়ায়
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
বক্সা জঙ্গলের মধ্যে বসেই লোভনীয় খাবার! লোভনীয় উদ্যোগ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল
আলিপুরদুয়ার: বক্সা জঙ্গলের মাঝে রেলের কামরায় বসে পছন্দের খাবার! জঙ্গলে বেরানোর পাশাপাশি ট্রেনে বসার অনুভূতি, দুই মিলেমিশে এক হবে কোচ রেস্তরাঁয়। কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনে শুরু হল কোচ রেস্তরাঁর পথ চলা। রেলের কামরায় বসেই রেস্তরাঁর আমেজ ও খাবার, দুই-ই উপভোগ করতে পারবেন যাত্রী ও পর্যটকরা। এর জন্য কাটতে হবে না-কোনও টিকিট কিংবা করতে হবে না রেল সফর। এমন অভিনব উদ্যোগ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল।
আপাত দৃষ্টিতে দেখলে বাইরে থেকে মনে হবে কোনও লাক্সারি রেলের কামরা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ভিতরে ঢুকতেই রেস্তরাঁ। খাবারও মিলবে সব। ভেজ থেকে নন-ভেজ, চাইনিজ থেকে ইন্ডিয়ান… কী চাই? উত্তর-পূর্ব রেলের তরফে এনজেপি স্টেশনে আগেই শুরু হয়েছে কোচ রেস্তোরাঁর পথ চলা। এবার শুরু হল কালচিনি ব্লকের রাজাভাতখাওয়াতে।
রেলের ডিআরএম অমরজিৎ গৌতম জানান, ” রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী, বক্সা যাওয়া যায়। কালচিনি,আলিপুরদুয়ার সামনে। পর্যটকদেরকথা মাথায় রেখে রাজাভাতখাওয়া-তে কোচ রেস্তরাঁ খোলা হল।” খাবার মিলবে সাধ্যের মধ্যে। রেল দফতর সূত্রে জানা গিয়েছে, ৭০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে খাবারের দাম। সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে এই রেস্তরাঁ। ৫০ জন অনায়াসে বসতে পারবেন এই রেস্তেরাঁতে।পার্শ্ববর্তী রাজ্য অসমে উত্তর-পূর্ব রেল প্রথম তৈরি করেছিল রেস্তোরাঁ।সেখানকার জনপ্রিয়তা দেখে এবার রাজাভাতখাওয়াতে খোলা হল রেস্তেরাঁ।এরপর আরও প্রকল্প রয়েছে।সবটাই আলোচনা প্রক্রিয়ায় রয়েছে বলে রেলের তরফে জানা গিয়েছে।
advertisement
advertisement
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2023 9:29 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: জঙ্গলের মধ্যে পেটপুজো, এবার রেলের কোচে রেস্তোরাঁ রাজাভাতখাওয়ায়