TRENDING:

Birbhum News : ৫১ কোটি টাকা খরচে আমূল বদলে যাচ্ছে বীরভূমের গ্রামীণ সড়ক, শতাব্দী রায়ের শিলমোহর! কোন কোন রাস্তা তালিকায়? জানুন

Last Updated:

Road Construction : এবার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে বীরভূম লোকসভা কেন্দ্রে আনুমানিক ৫১ কোটি টাকা খরচ করে প্রায় ৯৪ কিলোমিটার নতুন ভাবে রাস্তা তৈরি হবে খুব তাড়াতাড়ি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়: এবার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে বীরভূম লোকসভা কেন্দ্রে আনুমানিক ৫১ কোটি টাকা খরচ করে প্রায় ৯৪ কিলোমিটার নতুন ভাবে রাস্তা তৈরি হবে খুব তাড়াতাড়ি। মূলত রাজ্য গ্রামোন্নয়ন দফতরের তত্ত্বাবধানে বীরভূম জেলা পরিষদের যৌথ উদ্যোগে দ্রুত এই রাস্তার তৈরির কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম বলেন, “যে সমস্ত ব্লকের যে সব জায়গায় দ্রুত পাকা রাস্তার প্রয়োজন আছে, সেই জায়গাগুলিকেই চিহ্নিত করার কাজ চলছে। এই রাস্তাগুলির কাজ হয়ে গেলে জেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় অনেকটাই উন্নতি হবে।”
রাস্তা তৈরির কাজ
রাস্তা তৈরির কাজ
advertisement

অন্যদিকে বীরভূম জেলা পরিষদ সূত্রে খবর, ইতিমধ্যেই কোন জায়গায়, কোন ব্লকে, কতটা দীর্ঘ রাস্তা তৈরি হবে এবং তার জন্য আনুমানিক কত টাকা প্রয়োজন, তার একটি নির্দিষ্ট তালিকা তৈরি করা হয়েছে। কয়েকটি রাস্তার কাজের জন্য ইতিমধ্যেই দরপত্র ডাকার কাজও শুরু হয়েছে। এরই পাশাপাশি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে অতীতে যে রাস্তাগুলি তৈরি করা হয়েছিল, সেগুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় মেরামতির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বীরভূম জেলা পরিষদের আধিকারিক তরফ থেকে জানা গিয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে রাস্তা তৈরির ক্ষেত্রে সাংসদের অনুমোদন প্রয়োজন। বীরভূম লোকসভা কেন্দ্রের এই রাস্তাগুলি তৈরির জন্য ইতিমধ্যেই বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায়ের অনুমোদনও মিলেছে।

advertisement

আরও পড়ুন : ডেঙ্গি কেড়ে নিল প্রাণ, ঘরে ঘরে জ্বর! ভয়ে এলাকা ছাড়ছেন মানুষ, হাসপাতালে ভর্তি অনেকে

জেলা পরিষদ সূত্রে আরও জানা গিয়েছে, নতুন করে মোট ১২টি রাস্তার কাজ করা হবে। এর মধ্যে দুবরাজপুর ব্লকে ২টি এবং খয়রাশোল, মুরারই ১ মুরারই ২, নলহাটি ১, নলহাটি ২. রাজনগর, রামপুরহাট ২, সাঁইথিয়া, সিউড়ি ১ ও সিউড়ি ২ ব্লকে ১টি করে রাস্তা তৈরি করা হবে। দুবরাজপুর ব্লকে পণ্ডিতপুর থেকে প্রতাপপুর পর্যন্ত মোট ১৩.০৬ কিমি ও তরুলিয়া থেকে বাবুপুর ঘাট পর্যন্ত ৫.৬৬ কিমি দুটি রাস্তা তৈরি হবে। খয়রাশোল ব্লকে নোয়াপাড়া থেকে বাতাসপুর মোড় পর্যন্ত ৭.৫ কিলোমিটার, মুরারই ১ ব্লকের মুর্শিদপাড়া থেকে রূপরামপুর হয়ে পলসা পর্যন্ত ৩.২৭২ কিমি রাস্তা তৈরি হবে।

advertisement

View More

West Bengal, Kolkata News Today Live Updates

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

অন্যদিকে মুরারই ২ ব্লকে পাইকর থেকে কামালপুর হয়ে কনকপুর পর্যন্ত ৯.৭৩৪ কিমি রাস্তা তৈরি করা হবে। নলহাটি ১ ব্লকে বানিওর থেকে ডিহা হয়ে আমাইপুর পর্যন্ত ৭.৮৩৪ কিমি, নলহাটি ২ ব্লকে পাওয়ার হাউস মোড় থেকে ছাতিনা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা তৈরি হবে। রাজনগর ব্লকে জয়পুর থেকে আলিগড় রোড পর্যন্ত ৮ কিমি, রামপুরহাট ২ ব্লকের বুদিগ্রাম থেকে ঘোষগ্রাম হয়ে বিসিয়া যাবুনি পর্যন্ত ৮.৯০ কিমি রাস্তা হবে। সাঁইথিয়ার বিআর রোড থেকে বাজার হয়ে লাভপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর পর্যন্ত ৪.০২ কিমি, সিউড়ি ১ ব্লকে অমৃতপুর থেকে মল্লিকপুর হয়ে মানিকপুর পর্যন্ত ৫.৮ কিমি এবং সিউড়ি ২ ব্লকে হাটজনবাজার থেকে বনশঙ্কা পর্যন্ত ৯.৯৯ কিমি রাস্তা তৈরি হবে। এই সমস্ত রাস্তা তৈরি হলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশাবাদী সকলেই।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News : ৫১ কোটি টাকা খরচে আমূল বদলে যাচ্ছে বীরভূমের গ্রামীণ সড়ক, শতাব্দী রায়ের শিলমোহর! কোন কোন রাস্তা তালিকায়? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল