আরও পড়ুন: পরীক্ষার ৪৮ দিনের মাথায় প্রকাশিত রাজ্য জয়েন্টের ফলাফল, কাউন্সেলিং শুরু অগাস্টে
ঘটনাটি ঘটেছে শুক্রবার মহম্মদবাজার থানার কাঁইজুলি বোডিং পাড়ায়। মহম্মদ বাজার থানাকে খবর দিতেই পুলিশ এসে দড়ি দিয়ে ওই ব্যক্তিকে তুলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মহম্মদবাজার স্বাস্থ্যকেন্দ্রে । স্বামী নাসু শেখ পেশায় গাড়ি মিস্ত্রি । আপাতত সুস্থ সে। এর পরই স্বামী নাসু শেখ ও স্ত্রী ঝুমা বিবির ঝগড়া মেটাতে তাদের বাড়িতে মিষ্টি নিয়ে হাজির মহম্মদ বাজার থানার পুলিশ। আর সেই মিষ্টিই স্বামী স্ত্রী একে অপরকে খাইয়ে মেটাই তাঁদের বিবাদ।
advertisement
আরও পড়ুন: ডান চোখ কাঁপলে খারাপ, বাম চোখ কাঁপলে ভালো! জানুন কোন অংশ কাঁপার অর্থ কী
প্রতিবেশী সাহিদা বিবি বলেন , " বেশ কয়েক দিন ধরেই ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছে । প্রশাসনের পাশাপাশি আমরাও অনেক বার বুঝিয়েছি ওদের । কিন্তু ঝগড়া সাময়িক থামলেও কথা কাটাকাটি লেগেই থাকতো ওদের মধ্যে । আগে একবার স্ত্রী ঝুমা বিবি একবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আমরা গিয়ে তাকে বুঝিয়ে ছিলাম । কিন্তু আজ সকাল থেকে ওদের মধ্যে আবার তুমুল ঝগড়া চলতে থাকে । আর তারপরই নাসু সেখ বাড়ির পাশে থাকা কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে । তারপর পুলিশ এসে স্বামীকে দড়ি দিয়ে কুয়ো থেকে তুলে প্রাণ বাঁচায় এবং পরের দিন ওদের বাড়িতে মিষ্টি নিয়ে এসে ওদের ঝগড়া মেটাই । "