WBJEE Results 2022: পরীক্ষার ৪৮ দিনের মাথায় প্রকাশিত রাজ্য জয়েন্টের ফলাফল, কাউন্সেলিং শুরু অগাস্টে

Last Updated:

প্রায় ৮১ হাজার পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন। জয়েন্ট বোর্ডের দাবি, 'ICSE, CBSC পড়ুয়াদের কথা মাথায় রেখে দেরিতে ফল প্রকাশ করা হল'। (WBJEE Results 2022)

WBJEE Results 2022
WBJEE Results 2022
#কলকাতা: অপেক্ষার শেষ। প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। আনুষ্ঠানিকভাবে জানানো হল জয়েন্টের কৃতী ছাত্রছাত্রীদের নাম। অগাস্টের তৃতীয় সপ্তাহে শুরু হবে কাউন্সেলিং। এবারের পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি ছিল। প্রায় ৮১ হাজার পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন। জয়েন্ট বোর্ডের দাবি, 'ICSE, CBSC পড়ুয়াদের কথা মাথায় রেখে দেরিতে ফল প্রকাশ করা হল'। পরীক্ষার ৪৮ দিনের মাথায় ফল প্রকাশ হল রাজ্য জয়েন্টের। (WBJEE Results 2022)
আরও পড়ুন: শুক্রবার রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশ, রেজাল্ট কীভাবে জানবেন?
বোর্ডের তরফে জানানো হয়েছে, ৩০ এপ্রিল পরীক্ষা হয়েছিল। অ্যানসার কি নিয়ে আপত্তি জানানোর সময়সীমা শেষ হয় ২৮ মে। আবেদন করেছিলেন ১,০১৪১৩ জন। রাজ্য থেকে ৬৯৪১৩ জন, রাজ্যের বাইরের ছিলেন ৩২ হাজার পরীক্ষার্থী, প্রায় ৮০.২৬ শতাংশ। এবারে ৮১৩৯৩ জন পরীক্ষা দিয়েছেন, তাঁদের মধ্যে ৬২৯১৩ জন রাজ্যের পড়ুয়া ছিলেন। জয়েন্টে ৯৮.৫ শতাংশ পাশ করেছেন। ছাত্রদের সংখ্যা ৫৮৭২৩ জন, ছাত্রীদের সংখ্যা ২১৫০৯ জন। রাজ্যের বোর্ড থেকে সর্বাধিক র‍্যাঙ্ক পেয়েছেন ৫২.২ শতাংশ অর্থাৎ ৪১৮৩৯ জন। CBSE ২৭.৭৪ শতাংশ র‍্যাঙ্ক পেয়েছেন।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েতি রাজ বিভাগের অধীনে ১৮৭৫ পদে নিয়োগ, জানুন বিশদে
রাজ্যের উত্তর ২৪ পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি-সহ এই পাঁচ জেলা ভালো ফল করেছে। ২৭৭ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় এ বছর। ICSC-এর ২১৪৬ জন র‍্যাঙ্ক পেয়েছেন। প্রথম যিনি হয়েছে হিমাংশু শেখর। দ্বিতীয় যিনি হয়েছেন তাঁর নামও হিমাংশু শেখর, শিলিগুড়ির নির্মান বিদ্যা জ্যোতিস্কুল ভানুনগরের ছাত্র। ব্যারাকপুর সেন্ট্রাল মডার্ন স্কুলের ছাত্র প্রথম হিমাংশু শেখর। তৃতীয় ফিউচার ফাউন্ডেশন স্কুলের সপ্তর্ষি মুখোপাধ্যায়। পঞ্চম হল রাজ্যের বোর্ডের ছাত্র ৬ জন। গত বারের মতো ৩৪ হাজারের মতো আসন হবে বলে আশা করছে বোর্ড। অগাস্টের শেষ দিকে কাউন্সেলিং শুরু করা হবে বলে জানিয়েছে বোর্ড।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
WBJEE Results 2022: পরীক্ষার ৪৮ দিনের মাথায় প্রকাশিত রাজ্য জয়েন্টের ফলাফল, কাউন্সেলিং শুরু অগাস্টে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement