শরীরের নানা অংশ অনেক সময়ই কাঁপে। এমন অনুভব মাঝে মধ্যেই আমদের সকলের হয়। লক্ষ্য করি যে, আমাদের শরীরের কিছু অংশ হঠাৎ করে কেঁপে উঠে। কখনও চোখ, কখনও কান আবার কখনও হাত। শরীরের এই এক একটি অংশ কাঁপার ফল এক এক রকম হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এগুলির ভিন্ন অর্থ রয়েছে। অনেকেই বলেন ডান চোখ কাঁপলে খারাপ, বাম চোখ কাঁপলে ভালো ইত্যাদি। জানুন কোন অংশ কাঁপার অর্থ কী। (Shacking Various Body Parts)