এরই পরিপ্রেক্ষিতে বীরভূম জেলার সমস্ত থানা অফিসার ও সিভিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। বৃহস্পতিবার ছিল বড়দিন। সেদিন থেকেই জেলার বিভিন্ন নদীর প্রান্তে বনভোজন, পিকনিক শুরু হয়ে যায়। দূর দূরান্ত থেকে বহু মানুষজন শীতের মরসুমে বনভোজন করতে আসেন। সদাইপুর থানা নীল নির্জনে বক্রেশ্বর জলাধারে পিকনিক ও বনভোজন করতে আসা পর্যটকদের উদ্দেশ্যে পোস্টার দেওয়া হয়েছে। মোট ৯ দফা নির্দেশিকা তারা জানিয়ে দিয়েছেন। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না, মদ্যপান কঠোর ভাবে নিষিদ্ধ। জলাশয়ে ভেসে থাকা পরিযায়ী পাখিদের বিরক্ত নয়।
advertisement
আরও পড়ুন: আত্মসমর্পণ না করে সুপ্রিম কোর্টে BDO! এদিকে গ্রেফতারি পরোয়ানার আবেদন বিধাননগর পুলিশের
প্রসঙ্গত, বেশ কিছুদিন থেকেই ডিজে বক্স-এর অত্যাচারে সাধারণ মানুষ অতীষ্ঠ। বোলপুর শান্তিনিকেতন মহকুমা প্রশাসন অনেক আগে থেকেই পুরো মহকুমায় ডিজে বক্স বাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে।
পাশাপাশি, রামপুরহাট মহকুমায় মাড়গ্রাম থানায় অন্নপূর্ণা ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে মাল পাড়া ও মণ্ডলপাড়ার মধ্যে ডিজে নিয়ে ঝামেলা হয়। মেয়েরা পথে নেমে ডিজে বাজানোর প্রতিবাদ করেন। পুলিশ ডিজে বক্স সহ মেশিন বাজেয়াপ্ত করে মামলা দেয়। রামপুরহাট থানার পুলিশ ইতিমধ্যে নববর্ষ ও বড়দিন নিয়ে ইতিমধ্যে সিভিক ও গ্রামীণ পুলিশ নিয়ে দল গঠন করেছে। থানার তরফ থেকে জানান হয়, বৈধরা সেতুর কাছে তাছাড়া যে সব জায়গায় পিকনিক স্পট আছে সেখানে আলাদা করে একটি পুলিশের দল থাকবে।
জলাশয়ে নামার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের নির্দেশ কঠোরভাবে মেনে চলতে হবে। নানুর থানা এলাকায় দামোদরের পাড়ে পিকিনিক করতে গেলে যেন কোনও ধরনের অশান্তি না হয় সে নিয়ে সর্বদা সতর্ক করেছে থানা। মহম্মদবাজার থানার ডেউচা, কুলে নদী, ময়ূরাক্ষী নদীর পাড়ে পিকনিক করতে গেলে যাওয়ার পথেই ডিজে আটকে দেবে পুলিশ। পাশাপাশি জরিমানাও করা হতে পারে।
ইতিমধ্যে জেলার সব থানায় মাইকের দোকানদারদের ডেকে ডিজে সেট ভাড়া দেওয়ার ক্ষেত্রে সতর্ক করে দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে যারা নিয়ে যাবেন তাদের পাশাপাশি দোকানদের বিরুদ্ধেও মামলা হতে পারে। লোকপুর থানা এলাকায় হিংলো নদীর পাড়ে পিকনিকের দল যাতে জলে না নামে সে নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন। বেশ কিছু জায়গায় ডিজে ভাড়া না করলেও বড় বড় বক্সের সঙ্গে মিক্সচার মেশিন লাগিয়ে তা বাজান হচ্ছে। বেশ কিছু থানায় মিক্সচার মেশিন ভাড়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জানিয়ে দেওয়া হয়েছে।
