পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দু’জনের বাড়ি সুতি থানার লক্ষ্মীপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে দুটি বাইকে করে ছয়জন যাচ্ছিলেন। সেই সময়ই দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হন সানোয়ার ও তারিকুল। স্থানীয়রা দ্রুত তাঁদের জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: প্রাচীন খোঁয়াড় প্রথা জানেন! সেই প্রথা চালুর দাবি উস্কে দিল কৃষকরা
মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, ইদ উপলক্ষে বাড়ি এসেছিলেন তাঁরা। এদিন সকালে দিদির বাড়ি যাবেন বলে বাইক নিয়ে বের হন। তখনই এই দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
কৌশিক অধিকারী